রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeLoksabha Election 2024Fact Check: সমুদ্রের উপর এই সুবিশাল ব্রিজটি মুম্বইয়ে নয়, বরং চিনে অবস্থিত 

Fact Check: সমুদ্রের উপর এই সুবিশাল ব্রিজটি মুম্বইয়ে নয়, বরং চিনে অবস্থিত 

Claim: সমুদ্রের উপর সুবিশাল ব্রিজের ছবিটি মুম্বইয়ের।

Fact: ভাইরাল ছবিটি মুম্বইয়ের কোনও উড়ালপুলের নয়, বরং সেটি চিনের একটি ব্রিজের।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সুবিশাল একটি উড়ালপুলের ছবি। যা পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, ব্রিজটি মুম্বইয়ের। ফেসবুকে লেখা হয়েছে, “এটা বিদেশ নয়,মুম্বাই এর হাইওয়ে…এবার বলুন,কেন 400 পার হবে না…”।  (আর্কাইভ লিঙ্ক)

Fact Check/ Verification

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে, “Main” নামের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একই ধরনের একটি ভিডিয়ো দেখতে পাওয়া যায়। মঙ্গোলিয়ান ভাষায় যার ক্যাপশনে লেখা হয়েছে, এটি চিনের শানদোং প্রদেশের কোয়াংদাও এলাকার জিয়াংজও বে ব্রিজ । 

অনেকেই চিনা ভাষায় ফেসবুকে একই ভিডিয়ো, একই তথ্য-সহ পোস্ট করেছেন। তেমন একটি ভিডিয়োর ৯ সেকেন্ড সময়ে যে ফ্রেম দেখতে পাওয়া যায়, ভাইরাল ছবিটিও একই রকম দেখতে।    

এই সূত্র ধরেই, জিয়াংজও বে ব্রিজ সম্পর্কে আমরা একাধিক সংবাদ প্রতিবেদন খুঁজে পাই। ২৬ মাইল দীর্ঘ এই ব্রিজটি বেজিংয়ের দক্ষিণ-পূর্বে অবস্থিত বন্দর শহর কোয়াংদাও-এর সঙ্গে শানদোং প্রদেশের হুয়াংদাও জেলাকে যুক্ত করেছে। 

আরও জানা যায় যে, ছয় লেন ও দুদিকেই চলাচলে যোগ্য ব্রিজটি তৈরি হতে চার বছর সময় লেগেছিল এবং ২০১১ সালের ৩০ জুন সেটির উদ্বোধন হয়েছিল।

চিনা সংবাদমাধ্যম যেমন CCTVPeople’s Daily ব্রিজটির বহু ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেছিল। 

এছাড়া গুগল ম্যাপের সাহায্যে শানদোং প্রদেশে অবস্থিত জিয়াংজও বে ব্রিজটি আমরা চিহ্নিত করতে পারি। ম্যাপে ব্রিজটির একাধিক ছবিও রয়েছে। যার সঙ্গে ভাইরাল ছবিটির একাধিক মিলও খুঁজে পাওয়া যায়। 

Conclusion

সুতরাং এখান থেকেই স্পষ্ট যে ভাইরাল ছবিটি মুম্বইয়ের কোনও উড়ালপুলের নয়, বরং সেটি চিনের একটি ব্রিজের।

Result: False

Source
Report by The Guardian
Report by Baidu
Report by CCTV
Report by People’s Daily  

Most Popular