রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeLoksabha Election 2024Fact Check: তৃতীয় মোদি সরকার গঠনের আবহে ভাইরাল শাহ-মমতা বৈঠকের পুরোনো ছবি

Fact Check: তৃতীয় মোদি সরকার গঠনের আবহে ভাইরাল শাহ-মমতা বৈঠকের পুরোনো ছবি

Claim

তৃতীয় মোদি সরকার গঠনের আবহে অমিত শাহের সঙ্গে এক টেবিলে বসে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়ক ও নীতিশ কুমার। (আর্কাইভ লিঙ্ক)

Fact

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি Financial Express ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি ব্যবহার করা হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে  Eastern Zonal Council (EZC)-এর বৈঠক উপলক্ষে ওড়িশার তৎকালনীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বাড়িতে সাক্ষাৎ করেছিলেন অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় ও নবীন পট্টনায়ক। তাঁরা একসঙ্গে মধ্যাহ্নভোজও করেছিলেন।

একই ছবি, একই তথ্য-সহ প্রকাশ করেছিল New Indian Express, Asianet News  Hindustan Times-এর মতো ওয়েবসাইটগুলো।

অতএব এখন এটা স্পষ্ট যে ভাইরাল ছবিটির সঙ্গে তৃতীয় মোদি সরকারের কোনও যোগ নেই। ছবিটি ২০২০ সালের।

Result: Missing Context

Source
News by Financial Express, February 28, 2020
News byNew Indian Express, February 28, 2020
News by Asianet News, February 28, 2020 
News by Hindustan Times, February 28, 2020

Most Popular