শুক্রবার, ডিসেম্বর 20, 2024
শুক্রবার, ডিসেম্বর 20, 2024

HomeSportsমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান খেলার আগে বিমানে আনা পিচ লাগানো হয়েছে? 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান খেলার আগে বিমানে আনা পিচ লাগানো হয়েছে? 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ভারত-পাকিস্তান T20 ম্যাচের আগে ফেসবুকে খেলার মাঠে পিচ বসানোর একটি ছবি  পোস্ট করে দাবি করা হয়েছে , এটি মেলবোর্ন স্টেডিয়াম । 

আর কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হয়ে চলেছে ভারত বনাম পাকিস্তানের  T20 খেলা। এই খেলাটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে হবে ২৩শে অক্টোবরে। তার আগে ফেসবুকে এই দাবিটি ভাইরাল হয়েছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান খেলার আগে বিমানে আনা পিচ লাগানো হয়েছে image 1
Courtesy: Facebook/Choion Kumar Ray
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান খেলার আগে বিমানে আনা পিচ লাগানো হয়েছে image 2
Courtesy: Facebook/khalaarkhala23

Fact check / Verification 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান খেলার আগে বিমানে আনা পিচ লাগানো হয়েছে এই দাবি সমেত যে ছবিটি ভাইরাল হয়েছে তা মেলবোর্নের নয়। ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করার পর আমরা Kardinia Park এর ফেসবুক, টুইটারের লিঙ্ক পাই। ৩০শে সেপ্টেম্বর ২০২২ সালে কার্দিনিয়া পার্কে আসন্ন ICC Men’s T20 World Cup খেলার আগে মাঠের পিচ ঠিক করার ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। পোস্ট করা ছবির মধ্যে আমরা ভাইরাল ছবিটিও দেখি। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান খেলার আগে বিমানে আনা পিচ লাগানো হয়েছে image 3

টুইটারে ও ফেসবুকে  এই ছবিটি পোস্ট করে লেখা হয়েছে ICC Men’s T20 World Cup এর আগে কার্দিনিয়া স্টেডিয়ামে Green Option এর কর্মীরা ড্রপ-ইন পিচ বসাচ্ছে। 

কার্দিনিয়া পার্কের সোশ্যাল মিডিয়া ছাড়াও আমরা একই ছবি Sakun  নামের একটি টুইটার প্রোফাইল থেকেও পাই। ১৪ই অক্টোবর এই ছবিটিকে টুইট করা হয়েছে। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান খেলার আগে বিমানে আনা পিচ লাগানো হয়েছে – দাবিটি ভুল

ড্রপ-ইন পিচ কাকে বলে ? 

ড্রপ-ইন পিচ হলো এমন একটি পিচ যা ক্রিকেট স্টেডিয়াম থেকে দূরে বানানো হয়ে এবং খেলার আগে সেটিকে তুলে এনে জায়গা মতো বসানো হয়। যেহেতু এই পিচটিকে এক স্থান থেকে অন্য স্থানে তুলে এনে বসানো হয় তাই একে Dropped-in পিচ বলা হয়। এই পিচ প্রথম ব্যবহার করা হয় অস্ট্রেলিয়ার পার্থের Western Australian Cricket Association খেলার মাঠে।  

মেলবোর্নেও এই ধরণের পিচ ব্যবহার করা হয়। জানা গিয়েছে ২০০০ সাল থেকেই অস্ট্রেলিয়াতে এই পিচের ব্যবহার শুরু হয়েছে। ২০০০ সালের অস্ট্রেলিয়া ফুটবল লীগের ১০দিন পর এই পিচ বসানো হয়েছিল। ২০১৪ সাল থেকে এই ড্রপ-ইন পিচ বসানো রয়েছে মেলবোর্ন স্টেডিয়ামে। মূলত অস্ট্রেলিয়ায় ক্রিকেট বাদেও অন্যান্য খেলা হয় যেমন ফুটবল, রাগবি। তাই ক্রিকেট বাদে অন্য কোনো খেলার সময় বা কোনো কনসার্টের সময় এই ড্রপ-ইন পিচ এনে মাঠে বসানো হয়। 

এখানে দেখা যেতে পারে কিভাবে এই পিচ  নিয়ে আসা হয়, তারপর মাঠে তা বসানো হয়। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান খেলার আগে বিমানে আনা পিচ লাগানো হয়েছে এই দাবিতে যে স্টেডিয়ামের ছবি ভাইরাল হয়েছে তা অস্ট্রেলিয়ার মেলবোর্নের নয়, কার্দিনিয়া পার্কের ছবি।  

Result- Missing context

Our Sources

Kardinia Park Facebook post
Kardinia Park Twitter post


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular