Authors
Claim
গুজরাট বনাম চেন্নাই আইপিএল খেলায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বেহাল দশা ফুটে উঠেছে। পিচের জল শুকনো করার জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা হয়েছে।
Fact
২৯শে মে আহমেদাবাদের প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়ামে গুজরাট বনাম চেন্নাইয়ের খেলা ছিল। এই খেলায় বাধ সাধে বৃষ্টি। তুমুল বৃষ্টিতে মাঠে জল জমার কারণে খেলা বন্ধ রাখা হয়। এই সময় খেলার মাঠের পিচ শুকনো করার জন্য বেশ সমস্যা পড়তে হয় কর্তৃপক্ষকে। এই পিচ শুকনো করা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশকিছু পোস্ট ভাইরাল হয়েছে যার মধ্যে একটি ছবি রয়েছে যেখানে দেখা যাচ্ছে চুল শুকনো করার যন্ত্র হেয়ার ড্রায়ার ব্যবহার করা হচ্ছে।
দাবি প্রধানমন্ত্রী তার জীবিতকালে নিজের নামে স্টেডিয়াম বানালেও নিকাশি ব্যবস্থা একে বারেই খারাপ হয়েছে, তাই ব্যবহার করা হয়েছে চুল শুকনো করার যন্ত্র। এই স্টেডিয়ামের সাথে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের তুলনাও টানা হচ্ছে।
যদিও হেয়ার ড্রায়ার দিয়ে পিচ শুকনো করার এই ছবিটি এই বছরের আইপিএলে গুজরাট বনাম চেন্নাইয়ের নয়। সত্যিই ভেজা পিচের জন্য চুল শুকনো করার যন্ত্র ব্যবহার করা হয়েছে কিনা জানার জন্য আমরা গুগলে কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান শুরু করি। NDTV ও India Today ২০২০ সালের রিপোর্ট ও ইউটুউব ভিডিও পাই যেখানে আমরা একই হেয়ার ড্রয়ারের ছবিটি পাই।
গৌহাটির বর্ষাপাড়ায় আসাম ক্রিকেট এসোসিয়েশনের স্টেডিয়ামে ভারত বনাম শ্রীলঙ্কার T20 খেলার সময়ের ছবি এটি। জানুয়ারি মাসে গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বারোটা ও শ্রীলঙ্কার ম্যাচ ছিল যেখানে টসে জিতে ভারতের খেলা শুরু করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে পিচের অবস্থা ছিল দুর্দশাজনক। অনেক চেষ্টা করেও পিচের ভেজা ভাব দূর করা যাচ্ছিলো না। তখনই স্টেডিয়ামের কর্মী চুল শুকনো করার যন্ত্র ও ইলেক্ট্রিক ইস্ত্রি নিয়ে আসে। চরম অব্যবস্থার ছবি ফুটে ওঠে এবং সোশ্যাল মিডিয়াতে BCCIকে নিয়ে বিদ্রুপ শুরু হয়।
২০২০ সালের ভারত ও শ্রীলঙ্কার মধ্যে T20 র মাঠের পিচ শুকনো করার ছবি এই বছরের IPL এ চেন্নাই বনাম গুজরাটের নামে ছড়িয়েছে।
Result: Missing Context
Our Sources
NDTV report published on 6 Jan 2020
IndiaToday YouTube video
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।