AI/Deepfake
Ahmedabad Plane Crash: আহমেদাবাদে ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষের দাবিতে ছড়ালো একাধিক AI জেনারেটেড ছবি
Claim
আহমেদাবাদে ভেঙে পড়া, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানের ধ্বংসাবশেষের ছবি (Ahmedabad Plane Crash)।
(ভাইরাল দাবি-সহ ছবিগুলো দেখা যাবে এখানে, এখানে, এখানে ও এখানে)

Fact
ভাইরাল ছবিগুলোর অতিরিক্ত ঝকঝকে ভাব দেখে আমাদের সন্দেহ হয় যে, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি হতে পারে। সেজন্য আমরা একাধিক AI ডিটেকসন টুলের সাহায্যে সেগুলোর পরীক্ষা করি।
Hive Moderation ও Is It AI টুল দুটোর সাহয্যে প্রথম ছবিটির পরীক্ষা করলে, সেগুলো যথাক্রমে ৯৯.৯ শতাংশ এবং ৯৯ শতাংশ নিশ্চিত করে জানায় যে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।


দ্বিতীয় ও তৃতীয় ছবিটা পরীক্ষা করেও দুটো টুলই জানায়, তারা ৯৯ শতাংশ যে, ছবি AI দ্বারা তৈরি।




Hive Moderation ও Is It AI টুলদ্বয়ের সাহয্যে চতুর্থ বা শেষ ছবিটির পরীক্ষা করলে, ফলাফলে যথাক্রমে ৯৯.৮ শতাংশ ও ৯৯ শতাংশ AI দ্বারা তৈরির সম্ভাবনা আসে।


সুতরাং এখান থেকে স্পষ্ট যে, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার (Air India) ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষের (Ahmedabad Plane Crash) দাবিতে ভাইরাল এই ছবিগুলো একটাও আসল নয়। সবকটাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
Sources
Hive Moderation and Is It AI Tools
Tanujit Das
June 21, 2025
Vasudha Beri
June 18, 2025
Kushel Madhusoodan
June 17, 2025