Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান ভেঙে পড়ায় বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ভিডিয়ো (Ahmedabad Plane Crash)।

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ১০ জুন, @Patient_Resist_8349 আইডির একটি হ্যান্ডেলের দ্বারা একই ভিডিয়ো, Reddit-এ পোস্ট করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে, ভিডিয়োটি দিল্লির দ্বারকা এলাকার শাবাদ অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ভিডিয়ো।

সেই সূত্র ধরে গুগলে “Shabad apartments” ও “fire” লিখে সার্চ করলে, ১০ জুন, ২০২৫ তারিখে, Hindustan Times-এর একটি ফেসবুক পোস্ট আমাদের নজরে পড়ে। যেখানে ওই একই বহুতলের অগ্মিকাণ্ডের ঘটনা দেখানো হচ্ছিল এবং সেখানে লেখা ছিল, দিল্লির দ্বারকার সেক্টর ১৩ এলাকায় অবস্থিত শাবাদ অ্যাপার্টমেন্টের উপরের তলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
ওই অগ্নিকাণ্ড সম্পর্কিত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, আগুনের হাত থেকে বাঁচতে, বহুতলের উপর থেকে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি ও দুই শিশুর মৃত্যু হয়েছিল। প্রতিবেদনগুলো দেখা যাবে এখানে, এখানে ও এখানে।
সুতরাং এখন এটা প্রমাণিত যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার কোনও যোগ নেই (Ahmedabad Plane Crash)।
Sources
Reddit Post By @Patient_Resist_8349, Dated June 10, 2025
Facebook Post By Hindustan Times, dated June 10, 2025
Tanujit Das
June 21, 2025
Kushel Madhusoodan
June 17, 2025
Vasudha Beri
June 17, 2025