Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
গত ১২ জুন, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই, দুশোর বেশি যাত্রী নিয়ে, আবাসিক এলাকায় ভেঙে পড়ে (Ahmedabad Plane Crash) এয়ার ইন্ডিয়ার (Air India) লন্ডনগামী একটি বিমান। ভিডিয়োটিতে বিমানের ভিতরে থাকা যাত্রীদের শেষ মুহূর্তগুলো দেখা যাচ্ছে -এই মর্মে সোশ্যাল মিডিয়ায় করা পোস্টগুলো দেখা যাবে এখানে ও এখানে।

ভাইরাল ভিডিয়োটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৩ সালের ১৮ মার্চ, একই ধরনের,আরও স্বচ্ছ একটি ভিডিয়ো HavaSosyalMedia নামে তুরস্কের একটি অসামরিক বিমান পরিবহন প্ল্যাটফর্মের এক্স হ্যান্ডেলে আপলোড করা হয়েছিল। ওই পোস্ট থেকে জানা যায় যে, Ryanair B737 বিমানের ভিতরে ঘটনাটি ঘটেছিল। যার ফলে বিমান যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
২০২৩ সালের ২৬ এপ্রিল, একই ধরনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছিল যে, সেটি Flydubai বিমানের দৃশ্য। (পোস্টগুলো দেখা যাবে এখানে ও এখানে) এখান থেকে ফের প্রমাণিত হয় যে, ভাইরাল ভিডিয়োটি কোনও ভাবেই আহমেদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) নয়।
এরপর, ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে, আমরা Ryanair বিমানটির ভিতরের একাধিক ছবি, এমনকী স্টক ছবিও খুঁজে পাই। যার সঙ্গে ভাইরাল ভিডিয়োর হুবহু মিল পাওয়া যায়।


আরও খুঁজলে, ২০২৩ সালের ১৭ মার্চ প্রকাশিত, DailyMail– এর একটি ফেসবুক পোস্ট দেখতে পাওয়া যায়। যেখানে বলা হয়েছিল যে, বুচারেস্ট বিমানবন্দর থেকে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই Ryanair বিমানের ভিতরের অংশ কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল।
আরও একটি এক্স পোস্ট থেকে জানা যায় যে, ঘটনাটি ২০২০ সালের ঘটেছিল। যার প্রমাণস্বরূপ ২০২০ সালের ২৩ জানুয়ারি, The Independent -এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন আমাদের নজরে পড়ে। সেখানেও বলা হয়েছিল যে, রোমানিয়ার রাজধানী শহর বুখারেস্ট থেকে Boeing 737-800 বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষমের মধ্যে, বিমানের ভিতরের অংশ ধোঁয়ায় ভরে গিয়েছিল। যার ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। মহিলারা কান্নাকাটি শুরু করেছিলেন। বিমানটি জরুরী অবতরণ করেছিল।
Metro ও Sun ওয়েসাইটে ২০২০ সালের ২২ জানুয়ারি খবরটি প্রকাশিত হয়েছিল। যার থেকে প্রমাণিত হয় যে, ভাইরাল ভিডিয়োটি আহমেদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) নয়।
Sources
Image analysis
HavaSosyalMedia post, X, March 18, 2023
The Independent report, January 20, 2020
Daily Mail report, March 17, 2023
Tanujit Das
June 21, 2025
Vasudha Beri
June 18, 2025
Vasudha Beri
June 17, 2025