AI/Deepfake
Israel-Iran Conflict: ইরানের হামলায় ধ্বংস ইজরায়েলের বিমান ঘাঁটি? না , ভাইরাল ভিডিয়োটি AI জেনারেটেড
Claim
ইজরায়েলের বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান (Israel-Iran Conflict)।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৫ সালের ২২ মে, 3amelyon নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। ফলে এর থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে, ভিডিয়োটি সাম্প্রতিক ইজরায়েল-ইরান সংঘাতের আগের থেকেই ইন্টারনেটে রয়েছে।
এছাড়া, ওই ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি লক্ষ্য করলে দেখা যায় যে, সেখানে যুদ্ধে ক্ষতিগ্রস্থ শহর ও বহুতলের একাধিক ভিডিয়ো রয়েছে।
ভাইরাল ভিডিয়োটি মাত্রাতিরিক্ত চকচকে হওয়ায় আমাদের সন্দেহ হয় যে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি হলেও হতে পারে।
সেজন্য, Is It AI টুলের সাহায্যে আমরা সেটার পরীক্ষা করি। ফলাফল ৯৯ শতাংশ নিশ্চিত করে জানায় যে ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।

Sources
Post by 3amelyon, dated May 22, 2025
Is It AI