শেখ হাসিনার সাক্ষাৎকারের একটি ভিডিয়ো, সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হচ্ছে যে, আয়নাঘরের অস্তিত্বের কথা স্বীকার করে নিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। যে ভিডিয়োটিতে হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, কীভাবে এবং কোন উদ্দেশে আয়নাঘর তৈরি করা হয়েছিল এবং কীভাবে বিরোধীদের আয়নাঘরে বন্ধ করে রেখে, নৃশংস অত্যাচার করেছিলেন তিনি। ফেসবুকে ভিডিয়োটি পোস্ট করে অনেকে লিখেছেন, “হাসিনার স্বীকারোক্তি—কীভাবে আয়নাঘর তৈরি হলো, কীভাবে নির্যাতন ও ভয়ের মাধ্যমে আয়নাঘরে দিনের পর দিন আটক…”

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৯ সালের ৬ অগাস্ট, একই ভিডিয়ো BBC News Bangla-র ইউটিউব চ্য়ানেলে আপলোড করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “শেখ হাসিনা: নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকারসহ সাম্প্রতিক ইস্যু নিয়ে বিবিসির মুখোমুখি প্রধানমন্ত্রী”। প্রায় ২৩ মিনিটের ওই সাক্ষাৎকারে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবারও ‘আয়নাঘর’ নিয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
আরও সার্চ করলে দেখা যায় যে, সম্প্রতি ঘটনা | Ghotona নামের অন্য একটি ইউটিউব চ্য়ানেলে ভাইরাল ভিডিয়োটি আপলোড করা হয়েছিল এবং সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছিল যে, ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে।
ভিডিয়োটির বিষয়ে আরও বিস্তারিত জানতে News Checker-এর তরফে Deepfake Analysis Unit-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ভাইরাল ভিডিয়োটির বিশ্লেষণ করে তাঁদের তরফে নিশ্চিত করে জানানো হয় যে, ভিডিয়ো ও অডিয়ো দুটোই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে। সেটি একটি ডিপফেক ক্লিপ।



Conclusion
সুতরাং এখন এটা স্পষ্ট যে, শেখ হাসিনার ‘আয়নাঘর’ সংক্রান্ত স্বীকারোক্তির নামে নেটমাধ্য়মে ছড়ানো হয়েছে একটি ডিপফেক ভিডিয়ো।
Sources
Video by BBC News Bangla, Dated August 6, 2019
Analysis by Deepfake Analysis Unit
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z