Authors
Claim
এটি পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ২৫ বছর বয়সের একটি ছবি।
Fact
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে কোনও ফলাফল মেলেনি। তবে ছবিটি ভালো করে লক্ষ্য় করলে, কিছু কিছু জায়গা অতিরিক্ত মসৃণ ভাব দেখতে পাওয়া যায়। যেখান থেকে সন্দেহ হয় যে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি করা হতে পারে।
এরপর আরও অনুসন্ধান করলে বাংলাদেশ-ভিত্তিক একটি পোশাকের ব্র্যান্ডের ফেসবুক পেজে আমরা একই ধরনের ছবি দেখতে পাই। ২০২৪ সালের ১৫ জুলাই যা পোস্ট করা হয়েছিল। যা নীচে বাঁ দিকে দেওয়া রইল। ভাইরাল ছবিটির সঙ্গে সেই ছবিটি পাশাপাশি রাখলেই অনেকটা স্পষ্ট হয়ে যায় যে ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি করা হতে পারে।
এরপর, মুখ পরিবর্তন করতে পারে এমন এআই টুলের সাহায্যে আমরা আসল ছবিটিতে মমতা বন্দ্য়োপাধ্যায়ের কিছু মুখ বসিয়ে পরীক্ষা করার চেষ্টা করি। পরীক্ষা ফলাফল দেখত পাওয়া যাবে এখানে ও এখানে।
এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে, মমতা বন্দ্য়োপাধ্যায়ের ২৫ বছর বয়সের ছবি বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি ছবি।
Result: Altered Media
Sources
Facebook post, Jannat Closet, July 15, 2024
Remaker tool
Faceswapper.ai tool
If you would like us to fact-check a claim, give feedback or lodge a complaint, WhatsApp us at 9999499044 or email us at checkthis@newschecker.in. You can also visit the Contact Us page and fill out the form. Follow our WhatsApp channel for more updates.