Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
AI/Deepfake
Claim: মহাকুম্ভ মেলায় হিন্দুর ছদ্মবেশ নিয়ে গ্রেফতার হওয়া আয়ুব খানের ছবি এটি।
Fact: ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলায় পূণ্য লাভে এখনও পর্যন্ত যোগ দিয়েছেন প্রায় ১০ কোটি মানুষ। কেবল সাধারণ মানুষই নন, মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমস্থলে ডুব দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
এই পরিস্থিতে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। যেখানে দড়ি-বাঁধা অবস্থায়, সাধুর বেশে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছেন দুজন পুলিশ কর্মী। ছবিটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন, “আইয়ুব খান নামের এক চাচা হিন্দু সেঁজে গিয়েছিলো কুম্ভ মেলায়। মূলত সে জঙ্গি সংগঠনের সদস্য। কুম্ভমেলায় হামলার পরিকল্পনা করেছিলো। কুম্ভমেলায় উপস্থিত ১ কোটি হিন্দু সাধুর ভেতর থেকে তাকে খুঁজে বের করে গ্রেফতার করেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা।” (পোস্টের বানান পরিবর্তন করা হয়নি)

ভাইরাল পোস্টের থেকে পাওয়া সূত্র ধরে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে জানা যায় যে, ১৩ জানুয়ারি, ২০২৫ অর্থাৎ মকর সংক্রান্তির দিন, প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় অবস্থিত জুনা আখাড়া ও দশনা মন্দিরের মহামণ্ডলেশ্বর মহন্ত ইয়েতি নরসিংহনন্দ গিরির ঘরে প্রবেশের চেষ্টা করেছিল এক যুবক। অন্য় সন্তরা তার পরিচয় জিজ্ঞেস করলে নিজেকে আয়ুশ বলে পরিচয় দিয়েছিল সে। তবে কোনও পরিচয়পত্র দেখাতে না পারায় সন্তদের সন্দেহ হয় এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। অবশেষে পুলিশি জেরায় নিজের আসল নাম জানিয়েছিল আয়ুব আলি জানিয়েছিল ধৃত যুবক। ETV Bharat ওয়েবসাইটে ধৃতের ছবি-সহ প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল।

Bhaskar.com–এর প্রতিবেদনেও একই তথ্য়-সহ ছবিটি প্রকাশিত হয়েছিল। তবে সেই ছবিটির সঙ্গে ভাইরাল ছবিতে দেখতে পাওয়া ব্য়ক্তির কোনও মিল পাওয়া যায়নি।
এরপর Hive Moderation টুলের সাহায্য় পরীক্ষা করলে দেখা যায় যে, ভাইরাল ছবিটির ৯৭ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরির সম্ভাবনা রয়েছে।

Is It AI টুলের সাহায্যে পরীক্ষা করলেও দেখা যায় যে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।

News18, Bhaskar ও Live Hindustan-এর মতো বহু সংবাদ মাধ্য়মে আয়ুব আলির ধরা পড়ার খবরটি প্রকাশিত হয়েছিল। কিন্তু কোনও প্রতিবেদনেই এটা উল্লেখ নেই যে, সে হিন্দু সাধুর ছদ্মবেশে কুম্ভমেলায় ঘুরছিল। এমনকী কেউ তার জঙ্গিযোগ নিয়েও লেখালিখি করেনি।
পরে, News Checker-এর তরফে প্রয়াগরাজ পুলিশের ডিআইজি-র জনসংযোগ দফতরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে স্পষ্ট ভাবে জানান হয় যে, কুম্ভমেলায় কোনও জঙ্গি ধরা পড়েনি।
অতএব এখান থেকে প্রমাণিত যে, ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি এবং দাবিটি ভুয়ো
Sources
Report by ETV Bharat, Dated January 13, 2025
Report by Bhaskar.com, Dated January 13, 2025
Hive Moderation Tools
Is It AI Tools
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 7, 2025
Tanujit Das
November 3, 2025