বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024

HomeFact Checkফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক টাকা দিয়ে ভোট কিনছেন? ফেসবুকে কিছু তৃণমূল...

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক টাকা দিয়ে ভোট কিনছেন? ফেসবুকে কিছু তৃণমূল ফ্যান পেজ থেকে ভাইরাল হলো বিভ্রান্তিকর দাবি

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

কিছুদিন আগে ফেসবুকে তৃণমূলের একটি ফ্যানপেজে থেকে একটি পোস্ট করে দাবি করা হয়েছে ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন। মইনুলকে দেখাও যাচ্ছে এক মহিলাকে হাতে টাকা দিতে।

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক image 1
https://archive.vn/oc9eN

কিছু ফেসবুক ব্যবহারকারী এই পোস্ট তাদের নিজেরদের প্রোফাইলে শেয়ারও করেছেন।

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক image 2

Fact-check / Verification


পশ্চিমবঙ্গে ভোট শুরু হওয়ার পর থেকে নেতা মন্ত্রীদের ঘিরে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। কোথাও বিরোধীদলের অনুগামীরা শাসকদলের প্রার্থীকে দেখে ইট, পাথর ছুড়ছে আবার কোথাও নেতা মন্ত্রীদের বাড়ি থেকে EVM মেশিন পাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক টাকার প্রলোভন দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন এই ধরণের দাবি বাংলায় নির্বাচন শুরু হওয়ার পর থেকে কখনও বিজেপি তৃণমূলের দিকে দাবি করেছে আবার কখন তৃণমূল আঙ্গুল তুলেছে গেরুয়া শিবিরের দিকে।

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক টাকার প্রলোভন দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন এই দাবিটি সত্যি কিনা দেখার জন্য আমরা গুগল খোজ শুরু করি। কিন্তু এই ঘটনা নিয়ে আমরা কোনো সংবাদ মাধ্যমের রিপোর্ট পাইনি।তৃণমূল ও বিজেপি প্রার্থীদের ভোটারদের উদ্দেশ্যে টাকা দেওয়ার কিছু ভিডিও আমরা পাই কিন্তু এই ভিডিওটি নয়।

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক টাকার প্রলোভন দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন এই দাবিটি বিভ্রান্তিকর কারণ টাকা বিলি করার ছবিটি লকডাউনের সময়ের

কোনোরূপ সংবাদ মাধ্যমের রিপোর্ট না পেয়ে আমার ফেসবুকে মইনুল হকের নামের কোনো পেজ আছে কিনা খোঁজার চেষ্টা করি এবং ওনার প্রফাইলটি পাই। ওনার প্রোফাইলের ছবির গ্যালারিতে ভাইরাল ছবিটি যেখানে ওনাকে এক মহিলাকে টাকা দিতে দেখা যাচ্ছে সেই ছবিটি পাই। এই ছবিটি মইনুলের প্রোফাইল থেকে ২০২০ সালের এপ্রিল মাসে আপলোড করা হয়েছিল এবং সেই সময় সারা ভারতের করোনার জন্য কেন্দ্র সরকারের লকডাউন চলছিল।

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক image 3
https://www.facebook.com/MainulHaqueINC/posts/251719589555268

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক টাকার প্রলোভন দিয়ে ভোট নিজের পকেটে ভরতে চাইছেন এই দাবিতে ভাইরাল হওয়া ছবিটি মইনুল হকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৭ই এপ্রিল ২০২০ সালে আপলোড করে হয়েছে। লকডাউনের সময় তিনি তিলডাঙ্গা গ্রামের চারটি বুথের কিছু অসহায় মানুষদের তিনশো টাকা ও মাস্ক বিলি করেছিলেন। ওনার অ্যাকাউন্টে লকডাউনের সময়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করার কিছু ছবিও আমরা দেখি।

ফারাক্কা বিধানসভা নামের ফেসবুক পেজ থেকে এই পোস্টটিকে মিথ্যে বলে পোস্ট করার পর সেই পোস্টটি মইনুল হকও শেয়ার করেছেন। এই ছবিটি ভুল দাবি নিয়ে ভাইরাল হওয়ার পর তিনি নিজের প্রোফাইল থেকে টাকা বিলি করার মাধ্যমে ভোট কিনতে চাইছেন এই দাবীটিকে নস্যাৎ করেছেন।

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক image 4
https://www.facebook.com/MainulHaqueINC/posts/587004662693424

মইনুল হকের লকডাউনের সময়ে দরিদ্র মানুষদের তিনশো টাকা দিয়ে সাহায্য করার ছবি ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক টাকার প্রলোভন দিয়ে ভোট নিজের পকেটে ভরতে চাইছেন এই দাবি নিয়ে ফেসবুকে ছড়িয়েছে।

Conclusion


ফেসবুকে তৃণমূলের ফ্যানপেজে থেকে ফারাক্কার কংগ্রেসের নেতা মইনুল হককে নিয়ে করা দাবি – ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন ভাইরাল হয়েছে। এক মহিলাকে তিনি ৫০০-১০০০ টাকা দিচ্ছেন যাতে কিনা তিনি মইনুলকে ভোটটা দেন। কিন্তু আমাদের অনুসন্ধানে এটি প্রমাণিত যে এই দাবিটি মিথ্যে কারণ ভাইরাল ছবিটি ২০২০ সালের লকডাউনের সময়ে তোলা হয়েছে।

Result- False claim

Our source

Mainul Haque Facebook post- https://www.facebook.com/MainulHaqueINC/posts/251719589555268

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular