রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeCoronavirusমুখ্যমন্ত্রীর নির্দেশে ১০ই নভেম্বরে খুলবে স্কুল ও কলেজ? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো...

মুখ্যমন্ত্রীর নির্দেশে ১০ই নভেম্বরে খুলবে স্কুল ও কলেজ? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো বিভ্রান্তিকর বার্তা

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে ১০ই নভেম্বরে খুলবে স্কুল ও কলেজ। News ১৮ বাংলার খবরের একটি ফ্রেমের মধ্যে এই লেখাটি রয়েছে।

ফ্রেমটিতে লেখা রয়েছে অবশেষে খুশির খবর আসলো, ১০ই নভেম্বরে খুলবে স্কুল ও কলেজ এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

ফেসবুকে এই পোস্টটি বেশ ছড়িয়েছে-

১০ই নভেম্বরে খুলবে স্কুল ও কলেজ image 1
Facebook link post of the above post
১০ই নভেম্বরে খুলবে স্কুল ও কলেজ image 2

ইউটুউব থেকে পাওয়া এই পোস্টের ভিডিও

Fact-check / Verification

২০২০ সালের মার্চের সময় থেকেই স্কুল কলেজকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলো কেন্দ্র সরকার ও রাজ্যের সরকাররা। কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তাই আপাতত বাড়িতে বসেই স্কুল, কলেজ, কোচিংয়ের ক্লাসে অংশ নিচ্ছে ছাত্রী ছাত্রীরা। সারা দেশে করোনার প্রকোপ ধীরে ধীরে কমতে থাকার ফলে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি ১০ই নভেম্বরে খুলবে স্কুল ও কলেজ এই শুনে একটু হলেও ফের শিক্ষালয়ে গিয়ে পড়াশুনা করার আশা জগতে শুরু করেছে ছাত্রছাত্রীদের মনে, কিন্তু চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ।

অভিনেত্রী ও সাংসদ নুসরত নিজের ছেলের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে?

বিশেষজ্ঞদের মতে অক্টোবরে কলকাতাতে ও পশ্চিমবাংলায় শুরু হতে পারে কারণের তৃতীয় পর্যায়। ইতিমধ্যে মহারাষ্ট্র, কেরলে এর কিছুটা প্রভাব দেখা গেছে। ফেসবুকে ভাইরাল ১০ই নভেম্বরে খুলবে স্কুল ও কলেজ এই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কবে দিয়েছেন জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি।

মুখ্যমন্ত্রীর নির্দেশে ১০ই নভেম্বরে খুলবে স্কুল ও কলেজ এই খবরটি মিথ্যে

ফেসবুকে ভাইরাল দাবি বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে ১০ই নভেম্বরে স্কুল ও কলেজ খুলবে এই দাবিটি সত্যি নয়। আমরা মুখ্যমন্ত্রীর ফেসবুক প্রোফাইল থেকে ২৩শে অগাস্টের একটি ভিডিওটি পাই যেখানে সাংবাদিকরা ওনাকে প্রশ্নের উত্তরে স্কুলে কলেজ খোলা নিয়ে প্রশ্নই করেছে। উত্তর তিনি বলেন পুজোর পর অর্থাৎ কালীপুজো ও ভাইফোঁটা মিটে যাওয়ার পর স্কুল ও কলেজ খোলা যেতে পারে। তবে তার আগে যদি করোনা পরিস্থিতি সঠিক থাকে তবেই নেওয়া হবে এই পদক্ষেপ। এই দিন নবান্নের সাংবাদিক সম্মেলনে তিনি বাংলার আঞ্চলিক ভাষায় বিদ্যালয় খোলার কথা জানান। সাঁওতালি, অলচিকি, নেপালি, রাজবংশী ভাষায় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পড়াশুনা করার সুযোগ করে দেয়ার জন্য রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানান।

আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত ফেসবুকে ১০ই নভেম্বরে খুলবে স্কুল ও কলেজ এই দাবির সাথে News ১৮ বাংলার যে পোস্টটি ভাইরাল হয়েছে তা এডিট করা। মুখ্যমন্ত্রী স্কুল কলেজ খোলা নিয়ে কোনো নির্দিষ্ট তারিখের কথা বলনেনি।

Conclusion

বর্তমানে ফেসবুকে ভাইরাল হয়েছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ১০ই নভেম্বরে স্কুল ও কলেজ খুলবে এই ধরণের একটি দাবি। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই খবরটি মিথ্যে। মুখ্যমন্ত্রী কোনো জানিয়েছেন করোনার পরিহিতি পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে পুজোর পর স্কুল খোলা হবে কিনা।

Result- False information

Our source

CM Mamata Banerjee’s official Facebook Post –

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/249258753589385

কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular