Claim
সরস্বতী পুজোর দিন ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে এক হিন্দু তরুণীর মৃতদেহ। পরিচয়পত্র থেকে জানা গিয়েছে তাঁর নাম, অঙ্কিতা মজুমদার তৃষা এবং বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নে।

Fact
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে, ফেসবুকে একই ছবি-সহ বহু পোস্ট পাওয়া যায়। যেখানে বলা হয়েছিল যে, বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের বাসিন্দা, অঙ্কিতা মজুমদার তৃষা নামের ওই তরুণীর, বিমানবন্দর সংলগ্ন কাওলা রেলগেটের কাছে, ট্রেনে কাটা পড়ে মৃত্য়ু হয়েছিল।

সেই সূত্র ধরে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে Bangla Tribune ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন আমাদের নজরে পড়ে। সেখানও উল্লেখ করা হয়েছিল যে, অঙ্কিতা মজুমদার তৃষা নামের ওই তরুণীর ট্রেন দুর্ঘটনাতেই মৃত্য়ু হয়েছিল।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহম্মদ বজলুর রশিদকে উদ্ধৃত করে Prothom Alo– র প্রতিবেদনে লেখা হয়েছিল যে, রেলগেট এলাকায় সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় তৃষার মৃত্য়ু হয়েছিল। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।

অতএব এটা স্পষ্ট যে, হিন্দু মেয়েটির মৃত্য়ু রেল দুর্ঘটনায় হয়েছে এবং ভাইরাল দাবিটি ভুয়ো।
Sources
Report by Bangla Tribune, Dated January 19, 2025
Report by Prothom Alo, Dated January 19, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z