Crime
Fact Check: সামাজিক মাধ্যমে আবার ‘লাভ জিহাদ’এর গুজব! পড়ুন বাংলাদেশে কেন খুন হল এই যুবতী
Claim

Fact
ভাইরাল পোস্টের ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, চলতি বছরের ২ জুলাই, বাংলাদেশি সংবাদমাধ্য়ম Desher Sangbad-এর ওয়েবসাইটে একই ধরনের ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে, বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৬নং বোকাইনগর ইউনিয়নে, আরা খাতুন নামের, ৩৩ বছরের এক যুবতীকে, শ্বাসরুদ্ধ করে খুনের অভিয়োগ উঠেছিল। ওই ইউনিয়নের কাউলাটিয়া কবিরাজবাড়ি এলাকার একটি কচুক্ষেত থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। মৃতা বাবার নাম আব্দুল গণি। মৃতার মা রাবেয়া খাতুন পুলিশকে জানিয়েছিল যে, যুবতীর মানসিক সমস্যা ছিল।

একই দিনে, Bhorer Darpan নামের আরও একটি বাংলাদেশি ওয়েবসাইটে সংবাদটি প্রকাশিত হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, মৃতদেহ উদ্ধর করেছিল গৌরীপুর থানা পুলিশ। অফিসার ইনচার্জ মহম্মদ দিদারুল ইসলাম জানিয়েছিলেন যে, তাদের অনুমান, কলাগাছের পাতার মোটা অংশ দিয়ে গলায় ফাঁস লাগিয়ে, শ্বাসরুদ্ধ করে যুবতীকে খুন করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ।
অতএব, এখান থেকে স্পষ্ট যে ভাইরাল দাবিটি ভুয়ো। ছবিটি লাভ জিহাদের (Love Jihad) ফলে হত্যার কোনও ঘটনার নয়। অন্য একটি খুনের ঘটনার।
Sources
Report by Desher Sangbad, dated July 2, 2025
Report by Bhorer Darpan, dated July 2, 2025