Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
পশ্চিমবঙ্গের একটি স্কুলে মুসলিমরা হিন্দু মেয়েটিকে লাভ জিহাদে ফাঁদে ফেলার চেষ্টা করছিল।
ভিডিয়োটি বাংলাদেশের মিরপুরের একটি স্কুলের এবং এর সঙ্গে সাম্প্রদায়িক কোনও যোগ নেই।
৫৮ সেকেন্ডের একটি ভিডিও, যেখানে স্কুলের পোশাক পরা, একটি মেয়েকে দলবদ্ধভাবে ঘিরে রেখেছে এবং মারধর করছে অন্য কয়েকজন মেয়ে। X হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করে অনেকে দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গে মুসলিম মেয়েরা তাদের হিন্দু সহপাঠীকে লাভ জিহাদের (Love Jihad) ফাঁদে ফেলার চেষ্টা করছে।

ফেসবুকেও একই ভিডিয়ো, একই দাবি-সহ পোস্ট করা হয়েছে।
ভাইরাল ভিডিয়োটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ১৮ জুলাই, ২০২৫ তারিখে মহম্মদ মিরাজ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
সেখান থেকে স্কুলের নামটি সহজেই শনাক্ত করা যায়- ‘শহীদ মুক্তিযোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয়’।
এরপর ফেসবুকে স্কুলের পেজটি খুঁজে পাওয়া যায় এবং ফেসবুক পেজের লোগোটির সঙ্গে ইউনিফর্মের লোগোর মিল পাওয়া যায়।

ফেসবুক পেজ অনুসারে, স্কুলটি বাংলাদেশের ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় অবস্থিত।

আরও অনুসন্ধানের পর দেখা যায় যে, ২৮ জুলাই, ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে একটি X পোস্ট করা হয়েছিল। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ভাইরাল দাবিটি ভুয়ো।
এরপর, নিউজচেকারের তরফে ‘শহীদ মুক্তিযোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয়’-র অধ্যক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান যে ঘটনাটি দুই বছরের পুরনো এবং ঘটনার সঙ্গে কোনও সাম্প্রদায়িক যোগসূত্র নেই। তিনি আরও বলেন, সমস্ত মেয়েই মুসলিম সম্প্রদায়ের।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়, বরং বাংলাদেশের মিরপুরের একটি স্কুলের এবং ভিডিয়োটির সঙ্গে কোনও সাম্প্রদায়িক সংযোগ নেই।
Sources
Post by Mohammad Miraj, dated July 18, 2025
X post by West Bengal police, dated July 28, 2025
Telephonic conversation with the principal of Shaheed Muktijoddha Girls’ High School, Mispur, Dhaka, Bangladesh
Runjay Kumar
December 16, 2025
Tanujit Das
December 12, 2025
Tanujit Das
December 9, 2025