Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
বাংলাদেশের (Bangladesh) কিশোরগঞ্জ সদরের চরমারিয়ার বাসিন্দা, একটি হিন্দু (Hindu) পরিবারের সেই শিশুটিকে, অপহরণ করে খুন করা হয়েছে।
নিহত শিশুটি হিন্দু (Hindu) নয়, বরং মুসলিম (Muslim) পরিবারের সদস্য ছিল।
একটি বাচ্চা মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, পশ্চিমবঙ্গ বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি তথা ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)-ও, এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে, বাংলাদেশের (Bangladesh) কিশোরগঞ্জ সদরের চরমারিয়ার বাসিন্দা, একটি হিন্দু (Hindu) পরিবারের সেই শিশুটিকে, অপহরণ করে খুন করা হয়েছে। পাঁচদিন পর, পাট ক্ষেত থেকে তার দেহ উদ্ধার হয়েছে।

অনেকেই একই মর্মে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
ভাইরাল ছবিটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ১১ জুলাই, বাংলাদেশের (Bangladesh) সংবাদমাধ্যম Ajker Patrika-র ওয়েবসাইটে একই ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে, কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের বাসিন্দা মহম্মদ সুমনের মেয়ে, রোজা মণি (৬) নিখোঁজ ছিল। পাঁচদিন পর বাড়ির পাশের পাক ক্ষেত থেকে, তার পচাগলা দেহ উদ্ধার হয়েছিল।
ওই প্রতিবেদনে লেখা হয়েছিল, “সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

১১ জুলাই, একই তথ্য এবং ছবি-সহ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল অন্যান্য বাংলাদেশি (Bangladesh) সংবাদমাধ্যম যেমন, Prothom Alo, Naya Diganta , Banglar Sangbad-এর ওয়েবসাইটেও।
নিহত শিশু এবং তার বাবার নাম থেকে একটা বিষয় স্পষ্ট যে, ভাইরাল দাবিটি সঠিক নয়। নিহত শিশুটি হিন্দু (Hindu) নয়, বরং মুসলিম (Muslim) পরিবারের সদস্য ছিল।
Sources
Report by Ajker Patrika, dated July 11, 2025
Report by Prothom Alo, dated July 11, 2025
Report by Naya Diganta, dated July 11, 2025
Report by Banglar Sangbad, dated July 11, 2025
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 21, 2025