Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
ফেসবুকে পাকিস্তান-বিরোধী পোস্ট করায় মহারাষ্ট্রের পুনের একটি পরিবারের উপর হামলা চালালো মুসলিমরা।

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ২৯ এপ্রিল একই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সাংবাদিক সৌরভ কোরাতকার। পোস্টে মারাঠি ভাষায় তিনি লেখেন, “গাড়ির হর্ন বাজানোর মতো একটা ছোট কারণে পুরনের ভবানী পেঠ এলাকায় তুমুল মারামারি। একজন পাথরও ছোঁড়েন…।”
Lokmat Times ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, এলাকার একটি ছোট রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় জোরে জোরে গাড়ির হর্ন বাজিয়েছিল হর্ষ কেশওয়ানি নামে এক ব্যক্তি। ওই সময়, ওই রাস্তয় নিজের অটোতে মাল তুলছিল শোয়েব উমর সইয়াব। অভিযোগ হর্ষ কেশওয়ানিকে লক্ষ্য করে কটূক্তি করেছিল শোয়েব উমর সইয়াব। এরপরই হর্ষ কেশওয়ানি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল শোয়েব উমর সইয়াব ও তার সঙ্গীরা। পরে পুনের খাদাক পুলিশ স্টেশনে ঘটনার অভিযোগ দায়ের হয়েছিল এবং শোয়েব উমর সইয়াবকে গ্রেফতার করেছিল পুলিশ।

বহু সংবাদমাধ্যমই এই একই খবর প্রকাশ করেছিল যা দেখা যাবে এখানে, এখানে ও এখানে।
এরপর, Newschecker-এর তরফে খাদাক পুলিশ স্টশনের সিনিয়ার ইনসপেক্টর শশীকান্ত ছাভানের সঙ্গে যোগাযোগ করা হয়। যিনি ভাইরাল দাবিটি উড়িয়ে দেন এবং জানান অশান্তির আসল কারণ, জোরে গাড়ির হর্ন বাজানো ও তার পরবর্তী সংঘর্ষের ঘটনা। থানায় দায়ের হওয়া অভিযোগপত্রটিও আমাদের হাতে এসেছে। সেখানে পাকিস্তান সংক্রান্ত কোনও বিষয়ের উল্লেখ নেই।
অতএব এখন এটা স্পষ্ট যে, ভাইরাল দাবিটি সঠিক নয়।
Sources
X Post By @saurabhkoratkar, Dated April 29, 2025
Report By Lokmat Times, Dated April 29, 2025
Telephonic Conversation With Senior Inspector Shashikant Chavan, Khadak Police Station On May 5, 2025
FIR Copy
Tanujit Das
May 26, 2025
Tanujit Das
May 13, 2025
Tanujit Das
May 10, 2025