Crime
মোদির শপথ গ্রহণ, বাংলাদেশের মাদ্রাসার শিক্ষকের ভাইরাল ছবি এবং করোনা নিয়ে কিশোর জ্যোতিষের ভবিষ্যৎবাণী-সেরা পাঁচটি ফ্যাক্ট চেক পড়ুন ৫ মিনিটের মধ্যে
সপ্তাহের সেরা ৫টি ফ্যাক্ট-চেক যেখানে পাবেন মোদিকে নিয়ে ভাইরাল দাবি, বাংলাদেশের মায়ানমারের মাদ্রাসার শিক্ষকের ছবি বিভ্রান্তিকর দাবি নিয়ে ছড়ালো সোশ্যাল মিডিয়াতে। OpIndia ব্যবহার করলো ২০১৩ সালের বাংলাদেশের লং মার্চের ছবির ফ্যাক্ট-চেক।

২০১৯ সালে কিশোর জ্যোতিষ করোনার ভবিষ্যৎবাণী করেছিল?
চোদ্দো বছরের কিশোর জ্যোতিষ অভিজ্ঞ আনন্দ ২০১৯ সালের তার অগাস্ট মাসের ইউটুব ভিডিওতে ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের এপ্রিল মাসের মধ্যে বিশ্বে আসন্ন বিপদের কথা রূপে যুদ্ধ, অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বর্ণনা করেছে। করোনা সম্পর্কে আগে থাকতেই সচেতন করার যে দাবি তার ভিডিওকে নিয়ে হয়েছে তা আসলে বিভ্রান্তিকর।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

বাবা বিজেপি করার জন্য মেয়েকে হাত-পা বেঁধে হত্যা করেছে?
পশ্চিমবঙ্গের নামে করে পুনরায় ভাইরাল হয়েছে বাংলাদেশের কিশোরীর হাত-পা বাধা ছবি। সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি ভাইরাল হয়েছে এই মর্মে যে তার বাবা বাংলার বিজেপির সাথে জড়িত তাই কাজলকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

ফরাসি দূতাবাসের সামনে পঞ্চাশ হাজার মুসলিম ধর্মাবলম্বী?
OpIndia দ্বারা প্রকাশিত বাংলাদেশে ফরাসি দূতাবাসের অফিসের সামনে ইসলাম ধর্মের অনুগামীদের বিক্ষোভ কর্মসূচির যে ছবি তাদের সংবাদে দেওয়া হয়েছে তা আসলে ২০১৩ সালের ৬ই এপ্রিল লং মার্চের ছবি।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

অসম থেকে গুলি ও বোমা সমেত ধরা পড়লো কংগ্রেসের নেতা আমজাত আলী?
অসমের কংগ্রেস নেতার গ্রেপ্তারের নাম করে যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে বাংলাদেশের। ২০১৮ সালে মাদ্রাসার শিক্ষকদ্বারা নিগৃহীত বালিকার আত্মহত্যা করার পর শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

সর্দার বল্লবভাইয়ের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে মোদী হিটলারের মতো স্যালুট জানালেন?
হিটলারের মতো স্যালুট নয়, নরেন্দ্র মোদী জাতীয় ঐক্য দিবসে ভারতের প্রথম গৃহমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে ঐক্য ও সম্প্রীতির উদ্দেশ্যে শপথ গ্রহণ করেন। তার এই শপথ নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।