Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ইদানিং ভাইরাল হয়েছে যেখানে কিছু ব্যক্তিকে সিল করা কয়েক সংখ্যক জারকে ময়লার গাড়িতে তুলতে দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে কুয়েতে সব ফরাসি দ্রব্য বয়কট করা হচ্ছে। ফ্রান্স ইসলাম ও হজরত মোহাম্মদকে নিয়ে অবমাননা করার পর থেকে বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী দেশ গুলিতে কিছু জায়গায় ফ্রান্সের থেকে আমদানি করা জিনিসপত্র বয়কটের কথা শোনা যাচ্ছে।
ফেসবুকে এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটির সাথে কুয়েতে ফরাসি দ্রব্য বয়কট করার কোনো সম্পর্ক নেই। ভিডিওটি কিছু ফ্রেমে ভেঙে নিয়ে গুগলে খোঁজার পর কিছু ফেসবুকের পোস্টের এবং Gulf News লিংক পাই। জানা যায় সৌদি আরবের আল আহ্সা থেকে প্রায় ১,৬২৮ এর মতো খারাপ চীজ জাত খাদ্য দ্রব্য বাজেযাপ্ত করা হয়েছে।

ইউটুবের থেকে প্রাপ্ত এই ভিডিওটি যেটি আপলোড করা হয়েছে সেপ্টেম্বর মাসে। ভিডিওটির সাথে বলা হয়েছে লিকুইড চীজ থেকে আসল চীজের তুলনায় চর্বির পরিমান বেশি পাওয়ার জন্য চীজ বাতিল করে দেয়।
কুয়েতে ফরাসি দ্রব্য বয়কট করার নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে এই বছর মে মাসের যখন সৌদি সরকারের খাদ্য বিষয়ক মন্ডলী থেকে খারাপ চীজ বর্জন করা হয়েছিল। ফরাসি দ্রব্য বয়কটের সাথে এই ভিডিওটির কোনো সম্পর্ক নেই।
Gulf News – https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-says-rotten-cheese-in-video-not-cancerous-1.1589484163443
YouTube link – https://www.youtube.com/watch?v=euxH0JfMILw
Facebook post – https://www.facebook.com/Diyalla24/videos/1434835883392222
https://www.facebook.com/102117424878550/videos/645955352948777
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।