রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkখারাপ চীজ বাতিল করার ভিডিও কুয়েতে ফরাসি দ্রব বর্জনের নামে সোশ্যাল মিডিয়াতে...

খারাপ চীজ বাতিল করার ভিডিও কুয়েতে ফরাসি দ্রব বর্জনের নামে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ইদানিং ভাইরাল হয়েছে যেখানে কিছু ব্যক্তিকে সিল করা কয়েক সংখ্যক জারকে ময়লার গাড়িতে তুলতে দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে কুয়েতে সব ফরাসি দ্রব্য বয়কট করা হচ্ছে। ফ্রান্স ইসলাম ও হজরত মোহাম্মদকে নিয়ে অবমাননা করার পর থেকে বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী দেশ গুলিতে কিছু জায়গায় ফ্রান্সের থেকে আমদানি করা জিনিসপত্র বয়কটের কথা শোনা যাচ্ছে।

ফেসবুকে এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। 

https://www.facebook.com/102126911617412/videos/494571841505160
https://www.facebook.com/mohammad.javed.984349/videos/2833115956791190

Fact check / Verification 

ভাইরাল ভিডিওটির সাথে কুয়েতে ফরাসি দ্রব্য বয়কট করার কোনো সম্পর্ক নেই। ভিডিওটি কিছু ফ্রেমে ভেঙে নিয়ে গুগলে খোঁজার পর কিছু ফেসবুকের পোস্টের এবং Gulf News লিংক পাই। জানা যায় সৌদি আরবের আল আহ্সা থেকে প্রায় ১,৬২৮ এর মতো খারাপ চীজ জাত খাদ্য দ্রব্য বাজেযাপ্ত করা হয়েছে।  

Gulf News screenshot

ইউটুবের থেকে প্রাপ্ত এই ভিডিওটি যেটি আপলোড করা হয়েছে সেপ্টেম্বর মাসে। ভিডিওটির সাথে বলা হয়েছে লিকুইড চীজ থেকে আসল চীজের তুলনায় চর্বির পরিমান বেশি পাওয়ার জন্য চীজ বাতিল করে দেয়। 

Conclusion 

কুয়েতে ফরাসি দ্রব্য বয়কট করার নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে এই বছর মে মাসের যখন সৌদি সরকারের খাদ্য বিষয়ক মন্ডলী থেকে খারাপ চীজ বর্জন করা হয়েছিল। ফরাসি দ্রব্য বয়কটের সাথে এই ভিডিওটির কোনো সম্পর্ক নেই।  

Result – Misleading

Our sources

Gulf News https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-says-rotten-cheese-in-video-not-cancerous-1.1589484163443

YouTube linkhttps://www.youtube.com/watch?v=euxH0JfMILw

Facebook posthttps://www.facebook.com/Diyalla24/videos/1434835883392222

https://www.facebook.com/102117424878550/videos/645955352948777

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular