Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
বাংলাদেশে দুর্গাপুজোকে ঘিরে তৈরী হওয়া অশান্তির আগুন এখনো ধিকি ধিকি জ্বলছে। মুজিবুরের দেশ জুড়ে চলছে হিন্দু নিগ্রহের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। আর এই আবহে ভাইরাল হয়েছে এক হিন্দু মহিলার বাড়ি আক্রমণের ঘটনা ও ছবি। ছবিতে ক্রন্দনরত এক মহিলাকে দেখা যাচ্ছে এবং ছবিটি পোস্ট করে পাশে ক্যাপশনে লেখা হয়েছে ‘পূর্ণিমা রাণী বলেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে তার দুই তরুণী মেয়ে কোথায়, জানতে চায়। ঘরে ঢুকে ভাঙচুর করে টাকা, গরু নিয়ে যায়। ঘরে আগুন লাগিয়ে যায়।’ এই ক্যাপশনটি লিখে নিচে রংপুর প্রথমআলো কথা লেখা। অর্থাৎ এই ঘটনাটি বাংলাদেশের প্রথমআলোয় প্রকাশিত হয়েছে।
এই ছবিটি ফেসবুকে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার আবহে ছড়ানো হ্যাশট্যাগ সমেত পোস্ট করা হয়েছে। অর্থাৎ দাবি করা হচ্ছে এই ঘটনাটি সাম্প্রতিক ধর্মীয় দাঙ্গার ছবি।
বিখ্যাত বাংলাদেশী লেখিকা তাসলিমা নাসরিনও বাংলাদেশে দুর্গাপুজোকে ঘিরে তৈরী হওয়া অশান্তি জনক পরিস্থিতি নিয়ে নবভারত টাইমসের একটি রিপোর্ট ট্যুইট করেছেন যেখানে এই ছবিটি ব্যবহৃত হয়েছে।
Fact-check / Verification
বাংলাদেশে দুর্গাপুজোকে ঘিরে তৈরী হওয়া অশান্তির আবহে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি, ভিডিও ছড়িয়েছে যা বেশ মানসিক পীড়াদায়ক। কোথাও দেখা যাচ্ছে দুর্গামণ্ডপ ভেঙ্গে ফেলা হচ্ছে তো কোথাও আবার দুই সম্প্রদায়ের মধ্যে হাতাহাতির ছবি ফুটে উঠেছে। সোশ্যাল মিডিয়াতে নানারকম হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করা হয়েছে নানারকম ছবি ও ভিডিও। ফেসবুকে বাংলাদেশে দুর্গাপুজোকে ঘিরে তৈরী হওয়া অশান্তির আবহে যে ক্রন্দনরত মহিলার ছবি ভাইরাল হয়েছে তা আসলে কবেকার জানার জন্য আমরা ছবিটির রিভার্স ইমেজ করি।
গুগল ইমেজ সার্চ করার পর আমরা DW, Straggle for Hindu Existence ও ফেসবুকে থেকে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর একটি PDF এ আমরা এই ছবিটি পাই এবং এখানে সাল উল্লেখ করা হয়েছে ২০১৭।
বাংলাদেশে দুর্গাপুজোকে ঘিরে তৈরী হওয়া অশান্তির আবহে ভাইরাল হলো ২০১৭ সালের হিন্দু নিগ্রহের ছবি
২০১৭ সালের নভেম্বর মাসে বাংলাদেশের রংপুরের টিটু চন্দ্র রায় নামের এক ব্যক্তি ফেসবুকে ধর্মীয় ভাবাবেগের উপর আঘাত মূলক একটি পোস্ট করেন ফেসবুকে। এই পোস্টটি মূলত ছিল ইসলাম বিরোধী এবং সেই কারণে রংপুরের ঠাকুরগাঁওতে জ্বলে ওঠে অশান্তির আগুন। জানা যায় ব্যক্তির আসল নাম মোঃ টিটু এবং এই ঘটনার দুই মাস আগে তার ফেসবুকে প্রফাইলটি খোলা হয়েছিল।
বাংলাদেশে দুর্গাপুজোকে ঘিরে তৈরী হওয়া অশান্তির আবহে ভাইরাল ছবিটি আমরা DW এর সংবাদ ও Straggle for Hindu Existence এ পাই। জানাগেছে এক হিন্দু যুবকের দ্বারা ফেসবুকে মহানবীকে নিয়ে আপত্তিজনক পোস্টের আঁধারে রংপুরের হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবংগ তাতে এক ব্যক্তির মৃত্যুও হয়।
ছবিটির সাথে যে ক্যাপশনটি দেওয়া হয়েছে তা আমরা খুঁজে পাই ২০১৭ সালের অক্টোবর মাসের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা প্রথমআলোতে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বাংলাদেশে দুর্গাপুজোকে ঘিরে তৈরী হওয়া অশান্তির আবহে ভাইরাল ক্রন্দনরত মহিলার ছবিটি বাংলাদেশের রংপুরের ২০১৭ সালের যা বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।
Result- Misleading
Our sources
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.