রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckBBC NEWS ২৮শে ফেব্রুয়ারির ব্রিগেডকে বিশ্বের সব থেকে বৃহৎ ব্রিগেডের আখ্যা দেয়নি,সোশ্যাল...

BBC NEWS ২৮শে ফেব্রুয়ারির ব্রিগেডকে বিশ্বের সব থেকে বৃহৎ ব্রিগেডের আখ্যা দেয়নি,সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো ভুল দাবি

ব্রিগেডে তিনটি রাজনৈতিক দলের জোটের সমাবেশে শ্রোতা, দর্শক ও অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

গত রবিবার কলকাতায় ব্রিগেড(Brigade) সম্মেলন ডেকেছিল বামফ্রন্ট(CPI), কংগ্রেস(Congress) ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট(ISF) এর জোট। এই জনসভা থেকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করা হয় তৃণমূল (TMC)সরকারকে। বেকারত্ব,শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, তোলাবাজি, রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টির জন্য সম্পূর্ণ ভাবে দায়ী করা হয়েছে রাজ্য সরকারকে। ব্রিগেডে(Brigade) তিনটি রাজনৈতিক দলের জোটের সমাবেশে শ্রোতা, দর্শক ও অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

একই মঞ্চ থেকে বিমান বসু, মহঃ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী, আব্বাস সিদ্দিকী নিজেদের বক্তব্য পেশ করছিলেন জনগণ তখন উচ্ছাসে ফেটে পড়ছিলো। ব্রিগেডে(Brigade) এতো ভিড় হয়তো বাংলার মানুষ আগে কখনো দেখেছে বলে মনে পড়ে না। সভায় উপস্থিত প্রতিটি নেতা মন্ত্রীদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই মহা সভার ছবি ভাইরাল হয়েছে। শুধু ছবি নয় এই জনসভাকে নিয়ে ভাইরাল হয়েছে বিবিসি নিউজ(BBC NEWS) এর ছবি। দাবি করা হয়েছে বিবিসি নিউজ(BBC NEWS) নাকি বলেছে ২০২১ সালের বামদের জোটের এই ব্রিগেড(Brigade) নাকি বিশ্বের সেরা শান্তিপূর্ণ  ব্রিগেড(Brigade)। 

ফেসবুকে ভাইরাল হওয়া বিবিসি নিউজ(BBC NEWS) কেন্দ্রিক কিছু পোস্ট- 

Fact-check / Verification 

BBC NEWS থেকে গত রবিবারের ব্রিগেডকে সর্বকালের সেরা ব্রিগেডের আখ্যা দেওয়া হয়নি, সোশ্যাল মিডিয়াতে।

গুগল সার্চ করার পর আমরা এই ধরনের কোনো রিপোর্ট পাইনি BBC NEWS এর তরফ থেকে যেখানে কিনা বলা হয়েছে যে কলকাতায় ২৮শে ফেব্রুয়ারির ব্রিগেড বিশ্বের সেরা শান্তিপূর্ণ সমাবেশ। না BBC NEWS এর তরফে না অন্য কোনো সংবাদ মাধ্যমের দ্বারা প্রকাশিত হয়েছে এই ধরণের কোনো খবর।

কলকাতাকে নিয়ে বিবিসি নিউজ (BBC NEWS) এর সর্বশেষ রিপোর্ট কোনটি দেখার জন্য গুগলে বিবিসি নিউজ কলকাতা লিখে খোঁজার পর BBC NEWS এর Kolkata নামের একটি আলাদা পৃষ্ঠা আমাদের সামনে যেখানে ২০২০ সালের বিধ্বংসী আম্ফানে কলকাতা ও পুরো রাজ্যের ক্ষয়ক্ষতির ছবি আমরা দেখি। আম্ফান ছাড়া এখনো পর্যন্ত কোনো রিপোর্ট নেই বিবিসির কলকাতাকে নিয়ে। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া BCC NEWS এর এই পোস্টটি জাল। 

আরও একটি বিষয়, পোস্টে একটি বানান ভুল রয়েছে যা BCC NEWS এর মতো খ্যাতনামা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ক্ষেত্রে খুবই অবিশ্বাস্য।  

Conclusion

২৮শে ফেব্রুয়ারি রবিবারে বামফ্রন্ট, কংগ্রেস ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের ব্রিগেড নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে মিথ্যে খবর। বিবিসির থেকে এই জনসমাবেশকে বিশ্বের সেরা শালীন সমাবেশের তকমা দিয়েছে। কিন্তু এই দাবিটি সম্পূর্ণ ভুল, কারণ বিবিসির ওয়েবসাইট ২০২০ সালে কলকাতায় আম্ফানের খবর যা প্রকাশিত হয়েছিল ২৮সে মে, তারপর আর কোনো খবর প্রকাশিত হয়নি।

Result- Fabricated content

Our Sources

Google search

BBC NEWS Kolkata – https://www.bbc.com/news/topics/cg3mwrm7g9qt/kolkata

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular