কলকাতায় আজ শুরু হয়েছে বামফ্রন্ট(CPI), জাতীয় কংগ্রেস(Congrss) ও ফুরুফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সেক্যুলার ফ্রন্টের(ISF) ব্রিগেড(PeoplesBrigade) ।বঙ্গের বিধানসভা ভোটের আগে এই প্রথম বাংলার তিনিটি রাজনৈতিক দল এক সাথে একই মঞ্চ থেকে নিজেদের বক্তব্য রাখছে।পশ্চিমবঙ্গের ছেলেমেদের জীবিকা, উন্নত জীবনধারা, উন্নয়ন, স্বাস্থ্য পরিকাঠামো সব কিছু নিয়ে ভাষণের দ্বারা রাজ্যসরকারের চুলচেরা বিশ্লেষণ করবে বাম-কং-আইএসএফ।
আজকের এই ব্রিগেডকে(PeoplesBrigade) শক্তিশালী করে তোলার জন্য সোশ্যাল মিডিয়াকেই মূল মাধ্যম করেছে বামফ্রন্ট(CPI)। আজকের এই মহামিছিলকে(PeoplesBrigade) ঘিরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কিছু ছবি যেখানে শুধু কাতারে কাতারে লোকের মাথা দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গে ভোটের আগে এতো লোকের জমায়েত- এটাতো শুধু মাত্র একটা ছোট্ট নমুনা। টুইটার ও ফেসবুক থেকে প্রাপ্ত সেই সব ছবির কিছু লিংক দেওয়া হলো –
ফেসবুকের লিংক-





Fact -check / Verification
বাম-কং-আইএসএফের ত্রয়ী জোটের প্রথম মহা জনসভা(PeoplesBrigade) ঘিরে জিইয়ে উঠলো বছর কয়েক আগের জনসভার ছবি। আজকের ব্রিগেডের(PeoplesBrigade) ছবির সাথে অন্যায় একটি ছবি ছড়িয়েছে যেখানে দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধু লোকারণ্য। ছবিটি আজকের মিছিলের বলে দাবি করলেও আসলে এই ছবিটি ২০১৯ সালের। রিভার্স ইমেজ সার্চ করার পর আমরা Alamy stock Image এর লিংক পাই। বামেদের (CPI)২০১৯ সালের ৩রা ফেব্রুয়ারির ব্রিগেড(PeoplesBrigade) সমাবেশের ছবি এটি।

এর পর কীওয়ার্ড দ্বারা খোঁজার পর ProKerala ও Peoples Democracy সংবাদের ওয়েবসাইট থেকেও এই ছবিটি পাই।


২০১৯ এর লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাম অনুরাগীরা কলকাতার ব্রিগেড( Brigade) মিছিলে যোগদান করে।
Conclusion
বামফ্রন্ট(CPI), কংগ্রেস(Congress) ও সেক্যুলার ফ্রন্টের(ISF) জোটের ব্রিগেড(PeoplesBrigade) সভায় লোকারণ্যের নামে ভাইরাল হলো ২০১৯ সালের ছবি। এই ব্রিগেডের(PeoplesBrigade) আগে বাম(CPI) দল কার্যত সোশ্যাল মিডিয়াতে ২৮ তারিখের এই মিছিলের প্রচারে নামে। আজকের মহামিছিলের(PeoplesBrigade) ছবি যেমন ভাইরাল হয়েছে তেমনি বছর কয়েক আগের ব্রিগেডের(PeoplesBrigade) ছবিও শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
Result- Misplaced context
Our sources
ProKerala- https://www.prokerala.com/news/photos/left-front-rally-400277.html
Peoples Democracy – https://peoplesdemocracy.in/2019/0210_pd/west-bengal-brigade-turns-red-sea
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।