Fact Check
ইউরোপের মহিলা হকি দল আরএসএসে যোগদান করেছে এবং গেরুয়া রঙের পোশাক পরে মাঠে নেমেছে?
ফেসবুকে সম্প্রতি একটি মহিলা হকি দলের ছবি পোস্ট করে দাবি করা হয়েছে ইউরোপের বিলাসবহুল জীবন ছেড়ে সাদামাঠা জীবন যাপনের উদ্দেশ্যে আরএসএসে যোগদান করলো ইউরোপের হকি টীম। ছবিতে দেখা যাচ্ছে মহিলা হকি খেলোয়াড়রা গেরুয়া রঙের খেলার পোশাক পরে হকির স্টিক হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন।

Fact -check / Verification
ইউরোপের মহিলা হকি খেলোয়াড়রা আরএসএসে যোগদান করছে এই দাবি সমেত যে পোস্টটি ভাইরাল যা যথেষ্ট ভাইরাল হয়েছে। ইউরো কাপ চলাকালীন আমরা এই ধরণের একটি ভাইরাল দাবির সত্যতা যাচাই করি। সেখানেও দাবি করা হয়েছিল নেদারল্যান্ডসের ফুটবল খেলোয়াড়রা গেরুয়া রঙের পোশাক পরে খেলছে। অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই ধরণের দাবিটি মিথ্যে।
ফেসবুকে ভাইরাল ইউরোপের মহিলা হকি দল আরএসএসে যোগদান করেছে এবং তাই তারা গেরুয়া রঙের খেলার পোশাক পরে খেলতে নেমেছে, এই দাবিটি সত্যি কিনা যাচাই করার জন্য আমরা অনুসন্ধান শুরু করি।
ইউরোপের মহিলা হকি দল আরএসএসে যোগদান করেছে এই দাবিটি মিথ্যে
যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি নেদারল্যান্ডসের মহিলা হকি দলটি স্থাপিত হয়েছিল ১৯৮৪ সালে। প্রথম থেকেই তাদের খেলার পোশাকের রং ছিল কমলা। মহিলা হকি দল আরএসএসে যোগদান করার জন্য গেরুয়া রঙের পোশাক পরে হকি খেলেছে এই দাবিটি মিথ্যে। শুধু মহিলা দল নয়, নেদারল্যান্ডসের ফুটবল দলের জার্সির রং ও কমলা।

যে ছবিটি পোস্ট করা হয়েছে সেটি ২০১২ সালের ছবি। গুগল রিভার্স ইমেজ করার পর আমরা YahooSports এর লিংক পাই, যেখানে এই ছবিটি রয়েছে। ২০১২ সালের ২৯শে জুলাই লন্ডনে নেদারল্যান্ডস ও বেলজিয়ামের মহিলা হকি খেলার সময়ের ছবি যা বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।

Conclusion
ফেসবুকে ভাইরাল দাবি ইউরোপের মহিলা হকি দল আরএসএসে যোগদান করার পর গেরুয়া রঙের পোশাক পরে মাঠে নেমেছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই দাবিটি মিথ্যে। মহিলা হকি দলের যে ছবিটি ভাইরাল হয়েছে তা নেদারল্যান্ডের হকি দলের এবং প্রথম থেকেই তাদের খেলার পোশাকের রং কমলা।
Result- Fake
Our sources
Dutch Amsterdam – https://www.dutchamsterdam.nl/321-why-the-dutch-wear-orange
YahooSports- https://sports.yahoo.com/photos/olympics-netherlands-women-s-field-hockey-slideshow/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।