মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024

HomeFact Checkরাস্তায় বসে অক্সিজেনের সিলিন্ডার সমেত বৃদ্ধার পুরোনো ছবি ফের ভাইরাল

রাস্তায় বসে অক্সিজেনের সিলিন্ডার সমেত বৃদ্ধার পুরোনো ছবি ফের ভাইরাল

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

করোনার কারণে এই মুহূর্তে দেশের পরিস্থিতি বেশ খারাপ। শয্যা থেকে শুরু করে অক্সিজেন পর্যন্ত হাসপাতালে অভাব রয়েছে। হাসপাতালের বাইরে যখন রোগীরা মারা যাচ্ছেন তখন এ জাতীয় অনেক ঘটনাও সামনে আসছে। এ জাতীয় বেদনাদায়ক ছবি এবং ভিডিওগুলি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়। এদিকে, রাস্তায় বসে অক্সিজেনের সিলিন্ডার সমেত বৃদ্ধার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এই ছবিটি সাম্প্রতিক সময়ের বলা হচ্ছে। একই সঙ্গে, প্রধানমন্ত্রী মোদীকে কটূক্তি করে বলা হচ্ছে যে করোনার কারণে মানুষ অসুস্থ হচ্ছে। যদিও এর মূল কারণ ‘ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা’ .

রাস্তায় বসে অক্সিজেনের সিলিন্ডার সমেত বৃদ্ধা image 1
রাস্তায় বসে অক্সিজেনের সিলিন্ডার সমেত বৃদ্ধা image 2

এই ছবিটি অনেকেই আবার পোস্ট করে দাবি করেছেন এই বৃদ্ধা করোনা সংক্রমিত, হাসপাতালে জায়গা না পাওয়ার জন্য এই ভাবে রাস্তায় বসে আছেন।

Fact -check / Verification


ভাইরাল ছবির সত্যতা জানতে, আমরা গুগল রিভার্স সার্চের মাধ্যমে ফটোটির অনুসন্ধান শুরু করি । এই সময়ে, আমরা ANI র ওয়েবসাইটে ভাইরাল ছবি সম্পর্কিত একটি প্রতিবেদন পাই । এই প্রতিবেদনটি ৭ এপ্রিল ২০১৮ সালে প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ছবিটি উত্তরপ্রদেশের আগ্রা শহরের।

রাস্তায় বসে অক্সিজেনের সিলিন্ডার সমেত বৃদ্ধা image 3

তদন্ত চলাকালীন, আমরা ANI এবং Times of Indiaরইউটিউব চ্যানেল থেকে ভাইরাল ছবি সম্পর্কিত একটি ভিডিও পাই। ভিডিওতে প্রদত্ত তথ্য অনুযায়ী, রাস্তায় বসে অক্সিজেনের সিলিন্ডার সমেত বৃদ্ধা তার ছেলের সাথে একটি অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন। তবে সেখানে কোনও যানবাহন পাওয়া যায়নি। এর পরে তার ছেলে নিজের কাঁধে অক্সিজেন সিলিন্ডার চাপিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়।

আমাদের অনুসন্ধান চলাকালীন, আমরা ANI র টুইটার হ্যান্ডেলে ভাইরাল ছবিটির সাথে যুক্ত অন্য একটি টুইট পেয়েছি যা একই সময়ে পোস্ট করা হয়েছিল। এই টুইটে ভাইরাল হওয়া ছবি নিয়ে হাসপাতাল প্রশাসনের প্রতিক্রিয়া জানানো হয়েছিল। ভাইরাল ছবি প্রসঙ্গে জেলা প্রশাসন বলছে, ‘রোগীর কোনও অসুবিধা হয়নি। রোগীকে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হচ্ছে, একই সাথে বৃদ্ধার ছেলে রোগীকে কিছুটা অপেক্ষা করতে বলে হাসপাতালের ওয়ার্ডবয়রা ,যদি রোগীর কোনও সমস্যা হয় তবে আমরা এটি নিয়ে ব্যবস্থা নেব। এই সময়ে, এই ছবিটি মিডিয়া কর্মীরা ক্লিক করেছিলেন।

Conclusion

আমাদের তদন্তে পাওয়া তথ্য অনুসারে রাস্তায় বসে অক্সিজেনের সিলিন্ডার সমেত বৃদ্ধার ভাইরাল ছবিটির করোনা সম্পর্কিত নয়। ভাইরাল ছবি তোলা হয়েছে এপ্রিল 2018 এর। যা এখন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা দাবি নিয়ে শেয়ার করা হচ্ছে।

Result-Misleading

Our sources

ANI-https://www.aninews.in/news/national/general-news/man-awaits-ambulance-while-carrying-mothers-oxygen-cylinders-on-shoulder201804070629370001/?ref=inbound_article

https://twitter.com/ANINewsUP/status/982244627871776768

Times of India- https://twitter.com/ANINewsUP/status/982244627871776768

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular