সোমবার, নভেম্বর 25, 2024
সোমবার, নভেম্বর 25, 2024

HomeFact CheckPoliticsঅসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার নামে ছড়ালো ২০১৯ সালের প্রধানমন্ত্রীর জনসভার...

অসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার নামে ছড়ালো ২০১৯ সালের প্রধানমন্ত্রীর জনসভার ছবি

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে সম্প্রতি একটি জনসভার ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে অসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার আয়োজন হয়েছিল, ভাইরাল ছবিটি সেই সভার। ছবিটি গতকাল থেকে ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভক্ত বিশ্বাস নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবিটিকে প্রায় ছয় হাজার জন লাইক করেছে ও ৫৩৩ বার ছবিটি শেয়ার করা হয়েছে।

অসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার image 1
Screenshot taken from Bhakta Biswas on 25 October

Crowedtangle এর থেকে প্রাপ্ত ডেটা অনুসারে এই ছবিটির ইন্টারঅ্যাকশন প্রায় ৬,৯৪৪ এর মতো, অর্থাৎ বলা যেতে পারে ছবিটি বেশ ভাইরাল হয়েছে।

অসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার image 2

এখানে আরও কিছু পোস্টের স্ক্রিনশট দেওয়া হলো।

অসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার image 3
Scrrenshot taken from Sudip Das BJP on 25 October
অসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার image 4
Screenshot taken from Abhimanyu Yadav on 25 October

Fact-check / Verification

দুর্গাপুজোকে ঘিরে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের পর কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর এই ঘটনাকে নিয়ে বির্তক এখনো বিদ্যমান। ধর্মীয় সংঘাতের আগুন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে পশ্চিমবঙ্গ ও ভারতের মধ্যেও হিন্দুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমেছে। এই ঘটনার প্রতিবাদে অসমের গুয়াহাটিতে কিছু হিন্দু সংগঠনের তরফ থেকে প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। সেই আবহে ভাইরাল অসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার জনারণ্যে ছবি ।

ছবিটি কবে কার, অসমের সাথে সম্পর্কিত কিনা জানার জন্য ছবিটির রিভার্স ইমেজ করার পর ‘Modi Rally in Mangalore 2019’ কথাটি দেখি। এর সাথে আমরা কিছু লিংক পাই। TWTest.com, ও টুইটার থেকে #ModiInMangaluru হ্যাশট্যাগ সমেত ২০১৯ সালে এই ছবিটি পোস্ট করা হয়েছিল

অসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার নামে ছড়ালো ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর জনসভার ছবি

TWTest.com এ Omkar নামের একজনের পোস্ট পাই যেখানে এই ছবিটির সাথে লেখা হয়েছে – এই সুন্দর ছবিটি বিখ্যাত ম্যাঙ্গালোর ২০১৯ সালের জনসভার ছবি, এখানে মোদিজিকে ম্যাঙ্গালোরের ঘরের লোকের মতো অভ্যর্থনা জানানো হয়েছিল। ম্যাঙ্গালোর বাসীর জন্য খুবই গর্বের বিষয় ছিল যখন প্রধানমন্ত্রী বলেন উপকূলীয় কর্ণাটক জাতীয়তাবাদীদের স্থল।

অসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার image 5

এরপর আমার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ম্যাঙ্গালোর জনসভায় লোকারণ্যের ভিডিও খুঁজে পাই ইউটুউব থেকে।

Conclusion

অসমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ সভার নামে একটি ছবি বর্তমানে ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জানতে পাই এই ছবিটি আসলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ম্যাঙ্গালোরে প্রধানমন্ত্রীর জনসভার ছবি।

Result – False connection

Our sources

TWText.com

Twitter post

কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular