ফেসবুকে সম্প্রতি পতঞ্জলিকে কেন্দ্র করে একটি পোস্ট ছড়িয়েছে যেখানে বলা হয়েছে কেন্দ্র সরকার রামদেবের পতঞ্জলির কর মুকুব করেছে। বলা হচ্ছে আগামী পাঁচ বছরের জন্য কেন্দ্র সরকারকে কোনো রকম ট্যাক্স দিতে হবেনা পতঞ্জলিকে।


Fact-check / Verification
দেশীয় ও ভেষজ উপাদান ব্যবহার করে শরীর ও স্বাস্থ্যের কারণে প্রয়োজনীয় পণ্য উৎপাদনের জন্য বিখ্যাত যোগগুরু বাবা রামদেবের পতঞ্জলি। বরাবরই রামদেব দাবি করে এসেছেন তার প্রতিষ্ঠান পতঞ্জলিতে উৎপন্ন পণ্য ভেষজ, আর্য়ুবেদিক গুনে সমৃদ্ধ। যদিও কিছু ক্ষেত্রে রামদেবের পতঞ্জলি পণ্যের গুনাগুন জালি বলেও প্রমাণিত হয়েছে। সম্প্রতি করোনা ভাইরাসকে জব্দ করা ক্ষেত্রে এলোপ্যাথি চিকিৎসা কতটা কার্যকরী তার উপরেও প্রশ্ন তোলেন যোগগুরু, যদিও IMA থেকে তার এই আশঙ্কার উত্তর দেওয়ার পর তিনি যথারীতি ক্ষমাও চান। ওনার এই প্রশ্নের পর বিতর্ক তৈরী হয় তাহলে পতঞ্জলির কতটা ক্ষমতা আছে কোভিডের মতো মরণ ভাইরাসের সাথে লড়াই করার?
ফেসবুকে রামদেবের পতঞ্জলিকে যে দাবিটি ভাইরাল হয়েছে তা পুরোপুরি সত্য কিনা জানার জন্য শুরু করি অনুসন্ধান। গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা কিছু মিডিয়া রিপোর্ট পাই রামদেবের পতঞ্জলির কর মুকুব করা নিয়ে।
রামদেবের পতঞ্জলির কর মুকুব হয়নি, পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন ট্রাস্টে ডোনেশন করলে কোনো ট্যাক্স দিতে হবে না,
যোগগুরু রামদেবের পতঞ্জলির কর মুকুব করেনি কেন্দ্র সরকার, পতঞ্জলির অন্য একটি সংস্থা, পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন ট্রাস্ট প্রতিষ্ঠানটিতে যে অনুদান দেওয়া হবে সেই ক্ষেত্রে কোনো কর না দেওয়ার নির্দেশ জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT ). মিডিয়া রিপোর্ট India Today, Scroll ও The Hindu Business Line এর প্রকাশিত রিপোর্ট অনুসারে পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন ট্রাস্টকে যে অনুদান দেওয়া হয় তার উপর থেকে আগামী পাঁচ বছরের জন্য করের বোঝা তুলে নিলো CBDT.

CBDT ১২ই জুলাই একটি নোটিশে বলেছে পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন ট্রাস্ট এবার থেকে ‘Research Association’ রূপে ধার্য হওয়ার কারণে এই সংস্থার অনুদান ট্যাক্স ফ্রি করা হলো। একটি গেজেট নোটিশের মাধ্যমে জানানো হয়েছে এই কর ছাড়ের বিষয়টি ২০২১-২০২২ থেকে ২০২৭-২৮ পর্যন্ত কার্যকরী থাকবে।

অর্থাৎ রামদেবের পতঞ্জলির কর নিয়ে যে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে তা সঠিক নয়, বিভ্রান্তিকর কারণ পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন ট্রাস্টকে যে ডোনেশন করা হবে তা হবে কর মুক্ত আগামী পাঁচ বছরের জন্য।
Conclusion
ফেসবুকে রামদেবের পতঞ্জলির কর মুকুব করেছে কেন্দ্র সরকার – ভাইরাল এই দাবিটি বিভ্রান্তিকর। আমাদের অনুসন্ধানে প্রমাণিত যে পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন ট্রাস্টটিকে যে অনুদান দেওয়া হবে তা উপর থাকবে না কোনো শুল্ক আগামী পাঁচ বছরের জন্য।
Result- Misleading
Our sources
India Today- https://www.indiatoday.in/india/story/donations-baba-ramdev-patanjali-research-trust-tax-exemption-1828072-2021-07-14
The Hindu Business Line- https://www.thehindubusinessline.com/companies/contribution-to-patanjali-research-foundation-to-get-tax-exemption/article35295472.ece
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।