মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024

HomeFact Checkইস্তফা দেওয়ার পর গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি নিজের গাড়ি থেকে...

ইস্তফা দেওয়ার পর গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি নিজের গাড়ি থেকে লালবাতি সরাচ্ছেন?

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি ফেসবুকে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি তার গাড়ির মাথা থেকে লাল আলো সরাচ্ছেন।

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি  নিজের গাড়ি থেকে লালবাতি সরাচ্ছেন image 1
Facebook Post Link 1
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি  নিজের গাড়ি থেকে লালবাতি সরাচ্ছেন image 2
Facebook Post Link 2

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে সম্মান ও প্রশংসা অর্জন করার দরকার পরে, যে নির্দ্বিধায় নিজের গাড়ি থেকে লালবাতি সরাতে পারেন তিনি সর্বদাই মানুষের মনে বিরাজ করেন।

Fact-check / Verification

সম্প্রতি গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় রুপানি। তার জায়গায় পদের দায়িত্বে এসেছেন বিজেপির অন্য আর এক সদস্য ভুপেন্দ্র প্যাটেল। আজ তিনি শপথবাক্য পথ করার দ্বারা গুজরাটের ১৭তম মুখ্যমন্ত্রীর পদে আসীন হলেন। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ইস্তফা দেওয়ার আবহে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ভাইরাল এই ভিডিওটির বর্তমানের সাথে কোনো যোগাযোগ আছে কিনা জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি InVid টুলের সাহায্যে।

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি – এর বছর চারেক আগের ভিডিও ছড়ালো

ভিডিওটিকে প্রথমে আমরা কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে রিভার্স ইমেজ করি। DeshGujratHD নামের একটি ইউটুউব চ্যানেল ও Times of India র খবরের লিংক পাই। ইউটুউবের ভিডিও এবং TOI এর রিপোর্ট ২০১৭ সালের। জানা গেছে ২০১৭ সালে কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে ১লা মে থেকে সমস্ত ভিআইপি ব্যক্তিদের গাড়ি থেকে লাল আলো সরানোর পদক্ষেন নেয়, এবং সেই সিদ্ধান্তের সমর্থনে বিজয় রুপানিও নিজের গাড়ি থেকে লাল বাতি সরিয়ে ফেলেন।

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি  নিজের গাড়ি থেকে লালবাতি সরাচ্ছেন image 3
Times of Indian News

Invid ও গুগল রিভার্স ইমেজ ছাড়াও আমরা অন্য আর একটি বিষয়কে পর্যবেক্ষণ করে জানি এই ভিডিওটি এখনকার নয়। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে ABP গ্রুপের পুরোনো লোগো রয়েছে আর বর্তমানে তাদের চ্যানেলের লোগো আলাদা। কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা এবিপি অস্মিতা চ্যানেলের আসল ভিডিওটি পাই।

Conclusion

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার আবহে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে তাকে নিজের গাড়ির মাথা থেকে লাল বাতি সরাতে দেখা যাচ্ছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত এই ভিডিওটি ২০১৭ সালের যা বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।

Result – Misleading

Our sources

ABP Ashmita https://www.youtube.com/watch?v=IqLrnFEqfGE

DeshGujratHD https://www.youtube.com/watch?v=DWHHCk4pCJM

Times of India https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/gujarat-cm-vijay-rupani-removes-red-beacon-from-his-car/articleshow/58275642.cms

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular