Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
ফেসবুকে বেশ কিছু দিন ধরে বঙ্গের বিদ্যুতের দাম নিয়ে একটি পোস্ট ঘুরছে, দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে বেশি, ১০০ ইউনিট বিদ্যুতের দাম ৭১২ টাকা।
পশ্চিমবঙ্গে বিদ্যুতের দামের সাথে ভারতের অন্যান্য রাজ্যে বিদ্যুতের কত দাম তাও এখানে দেওয়া হয়েছে যেমন, দিল্লীতে ১০০ইউনিট ২৪৫টাকা, ওড়িশাতে ৪৪৫টাকা, মুম্বাইতে ২২০টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে শুধু মাত্র বাংলাতেই বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া।
Fact-check / Verification
২০২০তে লকডাউনের সময় কলকাতায় বিদ্যুতের দাম নিয়ে রীতি মতো শোরগোল পরে যায়। একে কাজকর্ম ঢিলে হয়ে পড়েছিল তার উপর মাসের মধ্যে দুই বার করে বিদ্যুতের বিল মেটাতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছিলো সাধারণ মধ্যবিত্তদের। অনেকেই সেই সময় রাজ্য সরকার ও CESCকে দোষারোপ করেছিল।
আরও পড়ুন : এলপিজি গ্যাসেও কেন্দ্রের তুলনায় রাজ্য সরকারের করের পরিমান বেশি?
বঙ্গে এখনও লকডাউন চলছে, নিয়ম ব্যবস্থা কিছুটা শিথিল হলেও লকডাউন আছেই। করোনার তৃতীয় ঢেউকে রুখতে শুরু হয়েছে রাত ৯ টা থেকে ভোর ৫পর্যন্ত করা লকডাউন। তাই কার্যত গতবছরের মতো এই বছরেও মানুষ ঘরবন্দি। এই আবহে ছড়িয়েছে একটি দাবি- পশ্চিমবঙ্গের বিদ্যুতের দাম অন্যান্য রাজ্যের তুলনায় সব থেকে বেশি, ১০০ ইউনিট বিদ্যুতের দাম ৭১২টাকা। সত্যিই কি পশ্চিমবঙ্গে ১০০ ইউনিট বিদ্যুতের জন্য ৭১২টাকা দিতে হয়? আসল বিষয় কি জানার আমরা খোঁজ করি CESC ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের ওয়েবসাইটে দেওয়া ১০০ ইউনিট বিদ্যুতের দামের ডেটা।
পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম বেশি, ১০০ ইউনিট বিদ্যুতের দাম ৭১২ টাকা দিতে হয় – এই তথ্যটি মিথ্যে
CESCর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে প্রথম ২৫ ইউনিটের দাম ৪.৮৯ টাকা, দ্বিতীয় ৩৫ইউনিট পড়বে ৫.৪০ টা ও এবং পরের ৪০ ইউনিটের জন্য খরচ হবে ৬.৪১টা করে। অর্থাৎ কোনো পরিবারে যদি ১০০ ইউনিট বিদ্যুৎ খরচ হয় তাহলে পরিবারটিকে ৫৬৭ টা ২৫প মতো খরচ করতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিদ্যুতের দাম বেশি এবং ১০০ ইউনিটের জন্য ৭১২ টাকা খরচ হয় এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে প্রথম ১০২ ইউনিটের জন্য গ্রামাঞ্চলে খরচ হবে ৫.২৬ টাকা করে এবং শহরাঞ্চলের জন্য এই দাম ৫.৩০টাকা করে ধার্য করা আছে।
এবার পোস্টে যে সমস্ত রাজ্যের নাম উল্লেখ রয়েছে সেখানে ১০০ ইউনিট বিদ্যুতে কত টাকা খরচ হয় তা জানা যাক –
ঝাড়খণ্ডে Jharkhand State Electricity Regulatory Commission অনুসারে ১০০ ইউনিট বিদ্যুতে ৪.২৫টা করে খরচ হয়।
বিহারে বিদ্যুতের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম হয় ৬.১০ টা করে।
মুম্বাইতে মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ পরিষেবার তরফ থেকে দেওয়া তথ্য অনুসারে প্রথম ১০০ ইউনিট বিদ্যুতের জন্য ৩.৪৪টাকা করে খরচ পড়বে।
তামিলনাড়ুর Tamil Nadu Generation and Distribution Corporation Limited এর নির্ধারিত বিদ্যুতের দাম অনুসারে প্রথম ১০০ ইউনিট বিনামূল্য হয়, পরের ১০১-২০০ ইউনিটের জন্য ১.৫০ টা করে খরচ হবে।
রাজধানী দিল্লীতে ২০০ ইউনিটের জন্য ৩টাকা করে ব্যয় হয়।
পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশাতে ৫০-২০০ ইউনিট বিদ্যুতের জন্য ৪.৮০টাকা করে ধার্য করা আছে।
ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় ৫১-১০০ ইউনিট বিদ্যুতের জন্য প্রস্তাবিত দাম হলো ৩.৪০টাকা।
হিমাচল প্রদেশে ১২৫ ইউনিটের জন্য প্রতি ইউনিট ৩.৯৫টাকা করে দাম ধার্য করা রয়েছে।
অর্থাৎ দেখা যাচ্ছে ভাইরাল পোস্ট অনুসারে পশ্চিমবঙ্গে ১০০ ইউনিট বিদ্যুতের দাম ৭১২ টাকা নয় এবং যে সব রাজ্যের উল্লেখ করা হয়েছে সেই রাজ্যে ১০০ ইউনিটের যা দাম বলা হয়েছে এবং আসল দামের মধ্যেও রয়েছে ফারাক।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম বেশি, এখানে ১০০ ইউনিট বিদ্যুতের জন্য খরচ হয় ৭১২ টাকা যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি, এই দাবি মিথ্যে। CESC ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের তথ্য অনুসারে ১০০ ইউনিটের জন্য ৭১২টাকা খরচ হয় না।
Result- Fake
Our sources
CESE- https://www.cesc.co.in/?page_id=2074
WBSEDCL – https://www.wbsedcl.in/irj/go/km/docs/internet/new_website/Home.html
Kerala State Electricity Board- https://www.kseb.in/index.php?option=com_content&view=article&id=22&Itemid=620&lang=en
Delhi Electricity Regulatory Commission – http://www.derc.gov.in/sites/default/files/Tariff%20Schedule%202020-21.pdf
Maharashtra State Electricity Distribution Company Limited – https://www.mahadiscom.in/consumer/en/tariff-details/
Jharkhand State Electricity Regulatory Commission – http://jserc.org/tariff.aspx
Tamil Nadu Generation and Distribution Corporation Limited – https://www.tangedco.gov.in/
Himachal Pradesh State Electricity Board – https://www.hpseb.in/irj/go/km/docs/internet/New_Website/Pages/tariff2.html
Kerala State Electricity Board – https://www.kseb.in/index.php?option=com_content&view=article&id=22&Itemid=620&lang=en
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.