Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
দাবি: আমপানে পঃ বঙ্গে কি ক্ষয়ক্ষতি দেখতে এসে ‘চৌকিদার চোর হ্যায়ে ‘ স্লোগানের মুখে পড়লেন প্রধানমন্ত্রী। সম্প্রতি এমনই দাবি উঠেছে ফেসবুক জুড়ে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী আমপানের ফলে বাংলার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখার জন্য পঃ বঙ্গে যান।তিনি যখন সভা শেষ করে বাংলার অন্যান্য মন্ত্রীদের সাথে বাইরে বেরোচ্ছেন তখন ‘চৌকিদার চোর হ্যায়ে ‘ স্লোগানের মুখে পড়তে হয় তাকে।
বিশ্লেষণ: ২১শে মে বাংলার ইতিহাসের একটি কালোদিন। সাইক্লোন ঝড় যে কতটা ধ্বংসাত্মক ও মারাত্মক হতে পারে পঃ বঙ্গের প্রতিটা মানুষ তা উপলব্ধি করেছে। সাইক্লোন ঝড়ের এই প্রলয়রূপ ভারতের অন্য কোথাও এর আগে দেখা কিনা জানা নেই। বাসস্থান, গাছ, খাদ্যশস্য, সাধারণ মানুষ কেউই এই রুদ্ররূপী ঝড়ের থেকে রক্ষা পায়নি। রাজ্যজুড়ে মারা গেছেন ৮০ জন।
কেবলমাত্র কলকাতায় ১৫হাজার একশো বছরের পুরানো গাছদের শিকড় সমেত মাটি থেকে উপরে ফেলে দিয়েছে এই সাইক্লোন ঝড়। শতাব্দীপ্রাচীন বাড়িঘর কথাও ভেঙ্গে পরে গেছে অথবা প্রায় শেষ অবস্থায় এসে দাঁড়িয়েছে। চাষের ক্ষতি হয়েছে মারাত্বক, বিশেষত বাংলার দুই পরগনা, বহু চাষের জমি আছে যে আমপানের তান্ডবের ফলে এখনো জলের তলায় রয়েছে। ২১শে মে রাতের বেলায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা প্রায় শেষ হয়েগেছে। ঘরবাড়ি থেকে শুরু করে, ইলেক্ট্রিকের তার ও পোস্ট, জমিজমা সব শেষ। তার কাতর অনুরোধ শুনতে পাওয়া যায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ‘ এসে দেখে যান‘ বাংলার কোন বড়ো সর্বনাশ করে দিয়ে গেছে এই ঝড়।
প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাংলার এই দুঃসময়ের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন। একে করোনা ভীতি তার পর আমপানের প্রলয়নাচন, এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলা কার্যত এখন বিধস্ত, তাই কেন্দ্রের কাছ থেকে প্রাকৃতিক বিপর্যয় কালীন আর্থিক সাহায্যের কথা বলেন মমতা। তার এই সাহায্যের আর্তি শুনে এক হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করা হয় মোদী সরকারের পক্ষ থেকে।
ঝড়ের পরের দিন অর্থাৎ ২২শে মে কলকাতা আসেন মোদী। দিন তার হেলিকপ্টার কলকাতায় সকালে এসে পৌঁছায়। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল, মমতা ব্যানার্জী, বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী, বাবুল সুপ্রিয় ও আরো অনেক শীর্ষ নেতারা। কলকাতার সাথে সাথে, বাংলার অন্যান্য অঞ্চলগুলিও তিনি ঘুরে দেখেন। দঃ ২৪ পরগনার বাসন্তী, কুলতলী, ভাঙ্গর, সুন্দরবন ও উঃ ২৪ পরগনার হাসনাবাদ, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, বসিরহাট অঞ্চল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী, পঃ বঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। এই দিন বসিরহাট কলেজে প্রশাসনিক বৈঠক সারেন মোদী। বাংলার এই ক্ষতি দেখে তিনি ‘অগ্রিম সহায়তা‘ স্বরূপ এক হাজার কোটি টাকা অনুদানের ঘোষণা করেন।
যে দাবি করা হয়েছে যে মোদী বসিরহাট কলেজ ছাড়ার সময় তাকে নাকি ‘চৌকিদার চোর হ্যায়ে’ -এই স্লোগানের মুখে পড়তে হয়। কিন্তু এই ভিডিওটি সত্যি নয়, কারণ আমরা প্রধানমন্ত্রীর বাংলার ঝটিকা সফরের যে ভিডিওগুলি পাই সেখান এই ধরণের কোনো স্লোগানের কথা আমরা শুনিনি।
ফেইসবুক থেকে একটি ভিডিও পাই যেখানে তাকে বসিরহাট কলেজ ছেড়ে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। কিন্তু সেখানে কোনো ‘চৌকিদার চোর হ্যায়ে’ জাতীয় কোনো স্লোগান আমরা শুনতে পাইনি। শিলিগুড়ির একটি সংবাদ মাধ্যম Bengal times 24×7 নামক চ্যানেলের ফেসবুক পেজ থেকে আমরা মোদীর বসিরহাট কলেজে আগমন ও ফেরার দুটি ভিডিওই পাই।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও, মোদির বসিরহাট কলেজ থেকে ফেরার সময় ‘চৌকিদার চোর হ্যায়ে’ স্লোগান ভিডিওটি আসলে মিথ্যা।
ফলাফল: মিথ্যা ভিডিও
ব্যবহৃত টুলস:
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )
Tanujit Das
July 28, 2025
Paromita Das
April 30, 2023
Paromita Das
May 23, 2020