Fact Check
Israel-Iran Conflict: ইজরায়েলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ইরানের হামলার দাবিতে ছড়ালো চিনের পুরোন ভিডিয়ো
Claim
ইজরায়েলের হাইফা বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করল ইরান। (Israel-Iran Conflict)

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৫ সালের ১৯ নভেম্বর, Ahmed Treiban নামের একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল এবং সেখানে ভিডিয়োটিকে চিনের একটি রাসায়নিক কারখানার বিস্ফোরণের দৃশ্য বলে দাবি করা হয়েছিল।
সেই সূত্র ধরে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, ২০১৫ সালের ১৭ নভেম্বর, military.com-এর একটি প্রতিবেদনেও একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল এবং ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, চিনের ঝেইঝিয়াং প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল।

এখন প্রমাণিত যে, ভাইরাল ভিডিয়োটি চিনের। ইজরায়েলের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলার দৃশ্য সেটি নয় (Israel-Iran Conflict)।
Sources
Report by military.com, dated November 15, 2015