Authors
Claim
প্রয়াণের আগে, দিল্লির এইমস হাসপাতালে শায়িত অবস্থায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষ ছবি।
Fact
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যা যে, ২০২১ সালের ১৪ অক্টোবর একই ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল Web Dunia নামের একটি ওয়েবসাইটে। সেখান থেকে জানা যায়, জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে তৎকলীন সময়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
একই সময়ে Zee News-এর ওয়েবসাইট ও Hindustan Times-এর ইউটিউবে ছবি-সহ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সুতরাং এখন এটা স্পষ্ট যে, মনমোহন সিংয়ের শেষ ছবি দাবি করে যা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, সেটি ২০২১ সালের পুরনো ছবি।
Result: Partly False
Sources
Report by Web Dunia, Dated October 14, 2021
Report by Zee News, Dated October 14, 2021
Report by Hindustan Times, Dated October 14, 2021
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।