Fact Check
Ahmedabad Plane Crash-Vijay Rupani: এটা কি বিমান দুর্ঘটনার আগে বিজয় রূপানির শেষ ছবি? জানুন আসল সত্যিটা
Claim
আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় (Ahmedabad plane crash) প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির (Former Gujarat Chief Minister Vijay Rupani) শেষ ছবি। যেখানে তাঁকে বিমানের মধ্যে বসে থাকতে দেখা যাচ্ছে।
পোস্টের আর্কাই লিঙ্কগুলো দেখা যাবে এখানে ও এখানে।


Fact
তদন্তের শুরুতে, ভাইরাল ছবিটি-সহ আমরা একটি এক্স পোস্ট দেখতে পাই, যার একটির রিপ্লাই সেকশনে মজিদ লাদানি নামে একজন বিজেপি নেতা দাবি করেছিলেন যে, বিজয় রূপানির (Former Gujarat Chief Minister Vijay Rupani) শেষ ছবি বলে বিমানের ভিতরের যে ছবিটি ভাইরাল হচ্ছে, সেটি আসলে পুরনো। নিজের দাবির প্রমাণ স্বরূপ একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটও কমেন্টে পোস্ট করেছিলেন তিনি।


স্ক্রিনশটটি গোস্বামী লিনা নামে এক ফেসবুক ব্যবহারকারীর। যেখানে ভাইরাল ছবিটি রয়েছে এবং তার সঙ্গে লেখা রয়েছে যে, ২০২১ সালের ১২ জুন তিনি ও বিজয় রূপানি (Former Gujarat Chief Minister Vijay Rupani) একই বিমানে সওয়ার হয়েছিলেন।

গোস্বামীর লিনার ফেসবুক প্রোফাইলটি খুঁডলে দেখা যায় যে সেটি লক করা। এরপর Newschecker-এর তরফে বিজেপি নেতা মজিদ লাধানির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান, “লিনা তাঁর বন্ধু। যিনি আহমেদাবাদে থাকেন। ছবিটি ২০২১ সালের অক্টোবর মাসের, যখন লিনা লন্ডনে যাচ্ছিল।”
“তবে ফেসবুকে কেন লিনা গোস্বামী ১২ জুন, ২০২১ লিখেছেন?” এই প্রশ্নের উত্তরে মজিদ লাধানি জানান, “সেটা ভুলবশন লেখা হয়ে থাকতে পারে। তবে তিনি অক্টোবর মাসেই লন্ডন গিয়েছিলেন এবং তখনই বিজয় রূপানির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। এমনকী, তিনি আমাদের সঙ্গেও ছবিটি শেয়ার করেছিলেন।”
বিজেপি নেতা আরও জানান যে, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর পুরনো ছবিটি ভুল ব্যাখ্যা -সহ ভাইরাল হতে শুরু করলে, লিনা গোস্বামী ফেসবুক থেকে সেই ছবিটি ডিলিট করে দেন।
Newschecker-এর তরফে লিনা গোস্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে, সেটা এই প্রতিবেদনে আপডেট করা হবে।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ‘বিজয় রূপানির শেষ ছবি’ দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেটা ভাইরাল হচ্ছে, সেটা ভুল। ছবিটি ২০২১ সালের।
Reporter: Runjay Kumar, Newschecker
Sources
Replies by BJP leader Majid Ladhani X account
Telephonic Conversation with Majid Ladhani