Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বোমা বিস্ফোরণ নিয়ে সুকান্ত মজুমদার সরাসরি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে কটাক্ষ করেছেন।
সুকান্ত মজুমদার “ফেজ টুপি পরা স্বরাষ্ট্রমন্ত্রী” বলতে রাজনাথ সিংকে নয়, বরং ইউপিএ সরকারের আমলের স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করেছিলেন।
কেন্দ্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ফেজ টুপি পরা দুটো ছবির সঙ্গে বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্যের একটি কোলাজ সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। যেখানে সুকান্ত মজুমদারকে বলতে শোনা যাচ্ছে, “মাথায় ফেজ টুপি পরা স্বরাষ্ট্রমন্ত্রী আমরা তখন দেখেছি। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ইফতার পার্টি দিতেন। তাহলে তখন কেন বোমা বিস্ফোরণ হত?”
ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণ (2025 Delhi Car Explosion) নিয়ে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-কে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ১১ নভেম্বর, 24hrs TV সংবাদমাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজে একই ভিডিয়োর দীর্ঘ সংস্করণ পোস্ট করা হয়েছিল। প্রায় সাড়ে ২৪ মিনিটের ওই ভিডিয়োj একটি অংশে সুকান্ত মজুমদারকে বলতে শোনা যায়, “মহুয়া মৈত্রকে আবার আমি স্ট্যাটিকটিক্স দিয়ে চ্যালেঞ্জ করছি। উনি তখন কংগ্রেস করতেন। রাহুল গান্ধীর পাশে ঘুরে বেরাতেন টুনটুনি পাখির মতো, কখনও ডানদিকে, কখনও বাঁদিকে। মহুয়া মৈত্রকে বলবেন, সেই সময় ইউপিএ আমলে কতগুলো বোমা বিস্ফোরণ হয়েছে, কত মানুষের প্রাণ গিয়েছে…তখন কে ঘৃণা ছড়াত? তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কি ঘৃণা ছড়ানো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? মাথায় ফেজ টুপি পরা স্বরাষ্ট্রমন্ত্রী আমরা তখন দেখেছি। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ইফতার পার্টি দিতেন। তাহলে তখন কেন বোমা বিস্ফোরণ হত? কারণ সমস্যাটা হচ্ছে, এই কট্টরপন্থীদের চোখে মহুয়া মৈত্রও কাফের, সুকান্ত মজুমদারও কাফের। কারণ মহিয়া মৈত্র মুখ ঢাকেন না, আর আমি ছোট পায়জামা পরি না। তাই দু’জনের ট্রিটমেন্ট একই…”
এরপর সার্চ করলে দেখা যায়, ১১ নভেম্বর, সুকান্ত মজুমদারের অফিসিয়াল ফেসবুক পেজেও এই সংবাদিক সম্মেলনের লাইভ ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখানেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে একই বক্তব্য রাখতে দেখা যায়।
এখন থেকে স্পষ্ট হয় যে, ‘প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং’-কে নয়, ভাইরাল ভিডিয়োতে সুকান্ত মজুমদার কটাক্ষ করেছেন- কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের স্বরাষ্টমন্ত্রীকে।
Sources
Video by Sukanta Majumder
Tanujit Das
March 27, 2025
Tanujit Das
February 22, 2025
Prasad S Prabhu
February 21, 2025