সোশ্য়াল মিডিয়ায় একটি ১:৫২ মিনিটের ভিডিয়ো খুব ভাইরাল হচ্ছে। যেখানে একজন মহিলাকে তলোয়ার ও লাঠি চালাতে দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশ দাবি করেছে যে, সেটি দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পুরনো ভিডিয়ো। ফেসবুকে অনেকেই লিখেছেন, “দিল্লীর নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, অনেক পুরোনো ভিডিও আরএসএস কর্মী রেখা গুপ্তার, দেখুন ভারত মাতাকি জয়”

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োতে যে মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে, দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর ছবির তুলনা করে আমরা কোনও মিল খুঁজে পাইনি এবং এই সিদ্ধান্তে পৌঁছেছি যে তাঁরা আলাদা ব্যক্তি।

এরপর আমরা গুগল লেন্সে ভাইরাল ক্লিপের মূল ফ্রেমগুলো অনুসন্ধান করি এবং দেখতে পাই, অভিনেত্রী পায়েল যাদবের ইনস্টাগ্রামে একই ভিডিয়ো ১৯ ফেব্রুয়ারি আপলোড করা হয়েছিল। তাতে লেখা ছিল, “… ছত্রপতি শিবাজি মহারাজের মহান কৃতিত্বের প্রতি শ্রদ্ধা। মহান রাজার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে এটি আমার ছোট প্রচেষ্টা… (মারাঠি থেকে অনুবাদিত)” সেই ভিডিয়োতে একজন মার্শাল আর্টস প্রশিক্ষক এবং একজন চিত্রগ্রাহকেও ট্যাগ করা হয়েছিল।
অ্যাকাউন্টটিতে মার্শাল আর্ট অনুশীলনকারী মহিলার আরও একটি ভিডিয়োও পোস্ট করা হয়েছিল। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রকাশিত আরও একটি পোস্টে পায়েল যাদবকে একই ধরণের পোশাকে দেওতে পাওয়া গিয়েছে।

News Checker, পায়েল যাদবের সঙ্গে যোগাযোগ করলে, তিনি নিশ্চিত করে জানান যে, ভাইরাল ভিডিয়োটিতে আসলে তাঁকেই দেখতে পাওয়া যাচ্ছে এবং তিনি ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তীতেও ওই পোস্টটি করেছিলেন।
‘বাপল্যোক’, ‘থ্রি অফ আস’ এবং ২০২৪ সালের ওয়েব সিরিজ ‘মানবত মার্ডারস’-এর মতো সিনেমায় কাজ করেছিলেন অভিনেত্রী পায়েল যাদব। তিনি ললিত কলা কেন্দ্র থেকে নাচে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
Conclusion
অতএব প্রমাণিত যে, ভাইরাল ভিডিয়োটি অভিনেত্রী পায়েল যাদবের। দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নয়।
Sources
Instagram Post By @i_mpayal, Dated February 19, 2025
Conversation With Payal Jadhav On February 21, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z