Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
ছত্তিশগড়ের বিলাসপুরে আয়োজিত, সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির অভিযোগ বোরখা পরিহিত মুসলিম মহিলার বিরুদ্ধে।
ছত্তিশগড়ে সরকারি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ধৃত দুই বোন হিন্দু, মুসলমান নয়।
একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, বোরখা পরিহিত, গাড়িতে বসে থাকা একজন মহিলাকে ঘিরে রয়েছে কয়েকজন যুবক। তাঁরা, ওই মহিলার নাম জিজ্ঞেস করছেন এবং মহিলার বিরুদ্ধে পরীক্ষায় জালিয়াতিতে সাহায্য করার অভিযোগ করছেন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে যে, ছত্তিশগড়ের বিলাসপুরে, সরকারি চাকরির পরীক্ষা চলাকালীন, জালিয়াতিতে সাহায্য করছিল ওই মহিলা। উন্নত ক্যামেরা, ট্যাব, ওয়াকিটকির মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতিতে সাহায্য করা হচ্ছিল।

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৫ সালের ১৩ জুলাই, Dainik Bhaskar ও Nai Dunia-এর ওয়েবসাইটে একই ভিডিয়ো ও ছবি-সহ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনগুলো থেকে জানা যায় যে, পিডব্লুডি-র সাব-ইঞ্জিনিয়র পদের জন্য, ছত্তিশগড়ের বিলাসপুরে সম্প্রতি একটি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ক্যামেরা, ট্যাব ও ওয়াকিটকির মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেই পরীক্ষায় জালিয়াতি করেছিল অনুরাধা ও অনু সূর্য নামে দুই বোন। কিছু মানুষের নজরে এলে, তারা হাতেনাতে ধরা পড়েছিল এবং অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।


ওই সময় Times of India ও Indian Express-এর ওয়েবসাইটেও একই তথ্য-সহ এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
Bilaspur Police-এর অফিসিয়াল ফেসবুক পেজেও ঘটনাটি সম্পর্কে পোস্ট করা হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, ছত্তিশগড়ের জশপুর জেলার কুপারকাপে গ্রামের বাসিন্দা অনুরাধা ও অনু সূর্য, সম্পর্কে বোন হয়। তাদের বাবার নাম কালেশ্বর রাম। অভিযোগ পাওয়ার পর, তাদের গ্রেফতার করেছিল সারাকান্দা থানার পুলিশ এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।
অভিযুক্তদের ধর্ম পরিচয় জানতে Newschecker-এর তরফে সারকান্দা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর নীলেশ পাণ্ডে আমাদের স্পষ্ট বাবে জানান যে, অভিযুক্ত দু’জনই হিন্দু। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক যে দাবিটি ভাইরাল হচ্ছে, সেটি ভুয়ো।
এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োর দাবিটি সঠিক নয়। ছত্তিশগড়ে সরকারি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ধৃত দুই বোন হিন্দু, মুসলমান নয়।
Sources
Report by Dainik Bhaskar, dated July 13, 2025
Report by Nai Dunia, dated July 13, 2025
Report by Times of India, dated July 13, 2025
Report by Indian Express, dated July 13, 2025
Telephonic conversation with Inspector Nilesh Pandey, Sarkanda Police Station
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 7, 2025
Tanujit Das
November 3, 2025