Claim
এবিপি আনন্দের ওপিনিয়ন পোলের বিচারে ২০২৬ সালের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ২৯৪ আসন বিশিষ্ট রাজ্য বিধানসভায়, গেরুয়া শিবিরের ১৬২টি, তৃণমূলের ১২৭টি এবং বাম-কংগ্রেসের শূন্য আসন পাওয়ার সম্ভাবনা।

Fact
এবিপি আনন্দের অফিসিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এক্স অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট খুঁজে, সাম্প্রতিক সময়ে করা এমন কোনও ওপিনিয়ন পোলের অস্তিত্ব পাওয়া যায়নি।
এরপর ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে, SN News নামের একটি ইউটিউব চ্যানেলে, ১৩ ফেব্রুয়ারি আপলোড হওয়া একটি ওপিনিয়ন পোলের ভিডিয়ো দেখতে পাওয়া যায়। সেই ভিডিয়োর শেষের দিকের একটি ফ্রেমের সঙ্গে ভাইরাল ছবিটির হুবহু মিল পাওয়া যায়।
অতএব এখন স্পষ্ট যে, ভাইরাল ওপিনিয়ন পোলটি এবিপি আনন্দের নয়।
Sources
Video by SN News, Dated February 13, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z