Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে যে, সাংবাদিক রাজদীব সারদেশাইয়ের প্রশ্ন শুনে ক্ষিপ্ত হয়ে যান অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এবং চলন্ত শোয়ের মধ্যেই সাংবাদিককে অপমান করেনি তিনি। ভিডিয়োটির সঙ্গে ফেসবুকে লেখা হয়েছে, “জানা যাচ্ছে যে বামপন্থী রাজদীপ সরদেশাই রানি মুখার্জিকে জিজ্ঞাসা করেছিলেন, “বিয়ের পর থেকে তুমি অনেক মোটা হয়ে গেছো।” রানি মুখার্জি TMC সাংসদ সাগরিকা ঘোষ বর রাজদীপ সারদেশাই কে সেখানেই কুকুরের মতো তিরস্কার করেছিলেন। ভিডিওটি দ্রুত এডিট করা হয়েছিল এবং এই অংশটি দেখানো হয়নি।”

তদন্তের শুরুতে দেখা যায়, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর, India Today-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, ইন্ডিয়া টুডে কনক্লেভ অনুষ্ঠানের দৃশ্য হিসেবে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল।

৪৮ মিনিট দীর্ঘ ভিডিয়োর একটি অংশে দেখা যায়, সাংবাদিক রাজদীপ সারদেশাই, জাতীয় পুরস্কার-জয়ী অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছিলেন। “মার্দানি” ও “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে”-র মতো সিনেমায় তাঁর চরিত্র নিয়ে কথা বলেছিলেন। ওই সাক্ষাৎকারের একটি অংশ প্রাক্তন আইপিএস অফিসার মীরা চাড্ডা বোরয়ানকারের কথাও বলতে শোনা যায়। যাঁর জীবনের উপর ভিত্তি করে “মার্দানি” সিনেমাটি তৈরি করা হয়। ওই অনুষ্ঠানের একটি অংশে সাংবাদিক রাজদীপ সারদেশাই, রানি মুখোপাধ্যায়কে “মার্দানি” সিনেমার একটি সিন অভিনয়ের জন্য অনুরোধ করেন।
সেই মতো, রাজদীপ সারদেশাইকে অপরাধীর ভূমিকায় এবং রানি মুখোপাধ্যায়কে “মার্দানি” সিনেমার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। যা দেখে দর্শকরা করতালিতে ফেটে পড়েন। ২৬ সেপ্টেম্বর, ইন্ডিয়া টুডের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ভাইরাল ক্লিপ-সহ একটি ভিডিয়ো পোস্ট করা হয়।

২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ, Aaj Tak-এর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টেও একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।

তদন্তের খাতিরে Newschecker-এর তরফে সাংবাদিক রাজদীপ সারদেশাইয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি জানান যে, ভিডিয়োতে যা দেখা যাচ্ছে, সেটা কেবলমাত্র মার্দানি সিনেমার একটি দৃশ্যের অভিনয়।
সমস্ত তথ্য প্রমাণ থেকে স্পষ্ট যে, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সাংবাদিক রাজদীপ সারদেশাইকে অপমানের ভাইরাল এই দাবিটি বিভ্রান্তিকর।
Our Sources
Video streamed by india today YT account on 26th sep 2025
Video uploaded by india today facebook account on 26th sep 2025
Video uploaded by aajtak facebook account on 27th sep 2025
Tanujit Das
October 11, 2025
Tanujit Das
October 23, 2024
Paromita Das
August 27, 2022