Fact Check
Ahmedabad Plane Crash: এটা আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রয়াত বিমান কর্মীদের শেষ ভিডিয়ো নয়, জানুন তদন্তে কী উঠে এলো…
Claim
১২ জুন, ২০২৫ তারিখ, আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্থ (Ahmedabad Plane Crash) এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানের কর্মীদের শেষ ভিডিয়ো।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ৯ জুন, ভিডিয়োটি যশস্বী শর্মা (@yashasviexplorer),নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আলোড করা হয়েছিল। যার থেকে প্রমাণিত হয় যে, ভিডিয়োর সঙ্গে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) কোনও যোগ নেই। কারণ সেই দুর্ঘটনাটি ১২ জুন ঘটেছে।

ওই পোস্টের কমেন্ট অংশটি লক্ষ্য করলে দেখা যায় যে, একটি জায়গায় যশস্বী শর্মা জানিয়েছেন যে, তিনি ‘সুরক্ষিত’ রয়েছেন।
কমেন্টে তিনি লিখেছেন, “আমার খোঁজ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আমি সুরক্ষিত আছি এবং বর্তমানে মুম্বইতে রয়েছি। যা ঘটেছে, তার জন্য খুবই এস্তম্ভিত এবং শোকস্তব্ধ। আমাদের জন্য এটা একটি কঠিন সময়।”
এছাড়া আমরা লক্ষ্য করি যে, আহমেদাবাদ বিমান দুর্ঘটনাটি নিয়ে, অ্যাকাউন্টটি থেকে বহু স্টোরিস শেয়ার করা হয়েছে। এমনটি একটি অ্যাকাউন্টের তরফে ভাইরাল ভিডিয়োটি, আহমেদাবাদের বলে শেয়ার করা হলে, সেই পোস্টটিকেও “ফেক” বলে দাবি করেছেন যশস্বী শর্মা।

আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ে। যাতে ছিলেন মোট ১২ জন বিমান কর্মী, যাঁরা সকলেই প্রয়াত হয়েছেন। সম্পূর্ণ তালিকা এখানে দেখা যাবে।
অতএব এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল পোস্টটি সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত এয়ার ইন্ডিয়ার বিমান কর্মীদের নয়। ভাইরাল পোস্টটি মিথ্যে।
Sources
Instagram Post By @yashasviexplorer, Dated June 9, 2025
Report By Mint, Dated June 13, 2025