Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
AI/Deepfake
আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ঘোষণা করছেন, “আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছি, আমাদের কিছু ডলার সাহায্য করলে, আমরা কাবুল, কান্দাহারে ভগবান শিব ও বিষ্ণুর মন্দির তৈরি করব। তাহলে ভারত থেকে ভক্তরা আফগানিস্তানে ধর্মযাত্রা করতে পারবেন। আমরা এখানে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছি। আমদের পাশে থাকার জন্য, আমরা মোদীজিকে ধন্যবাদ জানাই”।

নিজেদের হোয়াটসঅ্যাপ টিপলাইন নম্বরে (+91-9999499044) পোস্টটি যাচাইয়ের জন্য পেয়েছে নিউজ চেকার।
ইন্টারনেটে তৎসংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে, এমন কোনও সংবাদ আমাদের নজরে পড়েনি।
যেহেতু ভাইরাল ভিডিয়োতে সংবাদ সংস্থা ANI-এর লোগো দেখতে পাওয়া যায়। তাই সেই সংবাদ সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে ভিডিয়োটির খোঁজ করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে, ১২ অক্টোবর, একই ধরনের একটি ভিডিয়ো ANI-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। সেই ভিডিয়োতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি, ভাইরাল ভিডিয়োর মতো একই পোশাকে দেখতে পাওয়া যায়। তবে, ভাইরাল ভিডিয়োতে তিনি হিন্দিতে কথা বলেন। কিন্তু ANI-এর ভিডিয়োটিতে তাঁকে আফগানিস্তানের নিজস্ব ভাষায় কথা বলতে দেখা যায়। তাঁর পাশে একজন অনুবাদক ছিলেন। যিনি তাঁর বক্তব্যকে ইংরেজিতে অনুবাদ করে সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।
এছাড়া ওই ভিডিয়োতে কোথাও আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে কাবুল ও কান্দাহারে শিব ও বিষ্ণু মন্দির নির্মাণের ঘোষণা করতে শোনা যায়নি।
এখান থেকে আমাদের সন্দেহ হয় যে, ভাইরাল ভিডিয়োটি ডিপফেক হতে পারে। তাই ভিডিয়োটি পরীক্ষার জন্য ডিপফেক অ্যানালাইসিস ইউনিট বা DAU-এর সাহায্য নেওয়া হয়। তাঁরা জানায়, নানান টুলের সাহায্যে ভিডিয়োটিকে পরীক্ষা করে যথাযথ উত্তর পাওয়া যায়নি। তবে ভাইরাল ভিডিয়োতে থাকা আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি বেশ কিছু অভিব্যক্তি প্রমাণ করেছে যে ভিডিয়োটি আসল নয়, বরং ডিপফেক।
DAU-এর মতে- ভাইরাল ভিডিয়োতে থাকা ব্যক্তির দাঁতকে বেশ কিছু ফ্রেমে অদৃশ্য হয়ে যেতে এবং কিছু ফ্রেমে পুনরায় আবির্ভূত হতে দেখা গিয়েছে। নিচের দাঁতের আকৃতি বিভিন্ন টাইমকোডে পরিবর্তিত হয়েছে।


আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভিডিয়োতে থাকা ব্যক্তির মুখের চারপাশে কিছু দাগ দাগ দেখতে পাওয়া যায়- যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের লক্ষণ।

সমস্ত তথ্য-প্রমাণ থেকে একটা বিষয় স্পষ্ট, কাবুল-কান্দাহারে শিব ও বিষ্ণু মন্দির স্থাপনের কোনও ঘোষণা করেননি আফগান বিদেশমন্ত্রী। ভাইরাল ভিডিয়োটে ডিপফেক।
Sources
Video by ANI
Analysis by DAU
Kushel Madhusoodan
September 2, 2025
Runjay Kumar
September 17, 2025
Tanujit Das
September 6, 2025