AI/Deepfake
US B-2 Stealth Bombers: ইরানের হামলায় শক্তিশালী মার্কিন বোমারু বিমান ধ্বংসের দাবিতে ছড়ালো AI জেনারেটেড ছবি
Claim
আমেরিকার বি-২ স্টেলথ (US B-2 stealth Bombers) নামের শক্তিশালী বোমারু বিমান ধ্বংস করল ইরান (Israel-Iran Conflict)।

Fact
ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে এই সংক্রান্ত খবর খুঁজলে, তা পাওয়া যায়নি। ফলে সন্দেহ হয় যে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি হতে পারে।
সেজন্য প্রথমে Is It AI টুলের সাহায্য ভাইরাল ছবিটির তুলনা করলে, টুলটি ৯৭ শতাংশ নিশ্চিত করে জানায় যে, ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।

একই ভাবে isgen.ai টুলের সাহায্যে ছবিটির পরীক্ষা করলে, তারা ১০০ শতাংশ নিশ্চিত করে জানায় যে, ছবিটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।

অতএব এখান থেকে স্পষ্ট যে, ইরানের দ্বারা আমেরিকার বি-২ স্টেলথ (US B-2 stealth Bombers) নামের শক্তিশালী বোমারু বিমান ধ্বংসের দাবিতে ভাইরাল ছবিটি আসল নয়।