Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পোস্টের দাবি Air India কে সর্বোচ্চ দামে কিনেছে Tata Sons . ভাইরাল পোস্টে লেখা হয়েছে Air India ভারতীয় সরকারের অধীনে থাকার সময় ৬০ হাজার কোটি টাকার ঋণ ছিল, নিলামে ওঠা এয়ার ইন্ডিয়াকে সব থেকে বেশি দামে কিনে নিয়েছে টাটা গোষ্ঠী।
পোস্টটি ভারতের বিশস্থ সংবাদমাধ্যমের দ্বারা, এবং সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট ছড়িয়েছে।
Air India কে সর্বোচ্চ দামে কিনেছে Tata Sons এই দাবিটি অনেক বৃহৎ সংবাদ মাধ্যমের দ্বারা প্রকাশিত হওয়ার পর অনেকেই অবাক ও আনন্দিত হয়েছে। কিন্তু সত্যিই কি Air India টাটা গোষ্ঠীর হাতে চলে গিয়েছে?
আমাদের অনুসন্ধানে অর্থ মন্ত্রকের সেক্রেটারি, লগ্নি ও জনসাধারণের অর্থ ব্যবস্থার বিভাগ থেকে একটি ট্যুইট পাই, যেখানে বলা হয়েছে সংবাদমাধ্যমে ও সোশ্যাল মিডিয়াতে Air India কে নিয়ে যে খবর ভাইরাল হয়েছে তা সম্পূর্ন বিভ্রান্তিকর। ট্যুইটে বলা হয়েছে খুব শীঘ্রই ভারত সরকারের পক্ষ থেকে Air India কে নিয়ে সঠিক খবর জনসাধারণ ও মিডিয়াকে দেওয়া হবে।
All India Radio News এর ট্যুইটেও বলা হয়েছে Air India কে নিয়ে যে খবর ভাইরাল হয়েছে তা মিথ্যে। খুব শীঘ্রই সরকার পক্ষের সিদ্ধান্ত সামনে আসবে।
এছাড়াও আমরা Business Standard ও Live Mint এর তরফের থেকেও জানতে পারি কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল এই দাবিকে নস্যাৎ করেছে। তিনি জানিয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ও সংবাদমাধ্যমে প্রকাশিত খবর Air India কে সর্বোচ্চ দামে কিনেছে টাটা Sons এই খবরটি বিভ্রান্তিকর। এখনও পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
All India Radio News –
https://twitter.com/airnewsalerts/status/1443847152287895557
Secretary, DIPAM –
https://twitter.com/SecyDIPAM/status/1443844070757986305
Business Standard – https://www.business-standard.com/article/companies/govt-has-not-taken-any-decision-on-air-india-so-far-piyush-goyal-121100200408_1.html
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
June 11, 2025
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025