Fact Check
রোনাল্ডোর উপর রেগে গিয়েছে আল নাসেরের মালিক? সোশ্যাল মিডিয়াতে আল নাসেরের মালিকের নামে ছড়ালো অন্য ব্যক্তির ভিডিও

ফেসবুক ও টুইটারে CR7 কেন্দ্রিক একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে – রোনাল্ডোর উপর রেগে গিয়েছে আল নাসেরের মালিক। ভাইরাল ভিডিওটিতে এক আরবীয় ব্যক্তিকে দেখা যাচ্ছে রাগে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছে এবং হাত ছুড়ছেন।
ভিডিওটির সাথে কিছু লেখাও রয়েছে যেমন – ‘না পারে গোল, শুধু ‘Siuu’ করে’ . বোঝাই যাচ্ছে এখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকেই উদ্দেশ্য করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এই ফুটবল তারকা আল-নাসের ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন।
Fact check/ Verification
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও যেখানে দাবি করা হয়েছে রোনাল্ডোর উপর রেগে গিয়েছে আল নাসেরের মালিক – দাবিটি সঠিক নয়। ভিডিওতে যে ব্যক্তিকে আল নাসেরের মালিক বলা হয়েছে তিনি অন্য কেউ।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য আমরা গুগলে ‘Al-Naser Ronaldo’ জাতীয় কীওয়ার্ড লিখে খোঁজার পর Goal.com এর রিপোর্ট ও Sports Twentyর ইউটিউব ভিডিও পাই।
Goal.com এর ২৭শে জানুয়ারি ২০২৩ এর রিপোর্ট বলা হয়েছে সৌদির বিখ্যাত সাংবাদিক ইব্রাহিম আল-ফারয়ান পর্তুগালের তারকা খেলোয়াড় রোনাল্ডোর গোল করার পর ‘Siuu’ বলার ভঙ্গিকে নকল করেছেন। সৌদি সুপার কাপ শুরু হওয়ার পর ৩-১ গোলে আল-ইত্তিহাদের কাছ হেরে যায় CR7 এর দল। এরপরই নিজের মেজাজ হারিয়ে রোনাল্ডোকে নকল করেন ইব্রাহিম।

ইউটিউবে Sports Twentyর গত সপ্তাহে একটি ভিডিওটি আপলোড করা হয়েছে সেখানে শীর্ষকে লেখা হয়েছে ‘After Al-Nassr lose: Angry Saudi journalist mocks Ronaldo & his ‘Siu’ celebration’ জানিয়ে রাখি ইউটিউবের ভিডিওটির সাথে ভাইরাল ভিডিওটির সাদৃশ্য রয়েছে। অর্থাৎ যাকে সৌদির আল-নাসের ফুটবল দলের মালিক বলে দাবি করা হয়েছে তিনি আসলে সাংবাদিক ইব্রাহিম আল-ফারয়ান।
২০২২ সালের কাতারে ফিফা বিশ্বকাপের পর ক্রিস্টিয়ানো রোনাল্ডো আল-নাসের ফুটবল দলে যোগদান করেন। এই দলের প্রধান হলেন মুসল্লি আল-মুয়াম্মার, যিনি একধারে ব্যবসায়িক, যোগাযোগ সংক্রান্ত বিষয়ের সাথে সম্পর্কিত ছিলেন, অন্যদিকে তিনি ক্রীড়া সাংবাদিকতাও করেছেন।
২০০৭ সাল থেকে আশরাক আল-আস্বাত সংবাদপত্রে তিনি ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক কলাম লিখতেন এবং আল-আরবিও চ্যানেলে সাত বছরেরও বেশি সময় ধরে ক্রীড়া বিশেষজ্ঞের পদে ছিলেন। ধরান টেকনো ভ্যালিতে ২০১৩ সালে আল-মুয়াম্মার ব্যবসা ও যোগাযোগ বিভাগের প্রধান ছিলেন। ২০১৮ সালে তিনি সৌদি প্রফেশনাল লীগের প্রধান নির্বাচিত হন।

রোনাল্ডোর উপর রেগে গিয়েছে আল নাসেরের মালিক এই দাবি সমেত ভাইরাল ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি ইব্রাহিম আল-ফারয়ান। জানিয়ে রাখি আল-নাসিরের প্রধান ও সৌদির সাংবাদিকের মুখের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে।

Conclusion
আমাদের অনুসন্ধানে প্রামাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও যেখানে দাবি করা হয়েছে রোনাল্ডোর উপর রেগে গিয়েছে আল নাসেরের মালিক, এখানে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি সৌদির একজন সাংবাদিক, আল-নাসেরের মালিক নয়।
Result: False
Our Sources
Goal.com report published on 27th Jan 2023
Twitter profile of Ibrahim Al-Frayan
Arab News published on 11 May 2019
Sports Twenty’s YouTube video of 27th Jan 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।