Claim
ত্রিপুরাতে অমিত শাহের সফরের মাঝে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটিকে পোস্ট করে দাবি করা হয়েছে ময়দানে দাঁড়িয়ে অমিত শাহ বুঝে গেছেন মানুষ এবার বিজেপিকে একটাও ভোট দিচ্ছে না।
ভাইরাল ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জনতার উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে ‘কমলের চিহ্নে ভোট দেবেন তো? এতো আস্তে বললে কি করে চলবে’ .

Fact
অমিত শাহের ত্রিপুরা জনসভার সম্পাদিত ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে ফেসবুকে ছড়ালো। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ভালো করে শুনলে বোঝা যাবে ভিডিওটি সম্পূর্ণ নয়, তাই এটাও যাচাই করার প্রয়োজন যে সত্যিই স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিপুরা জনসভায় উপস্থিত জনতারা ওনার প্রশ্নের কোনো উত্তর দিয়েছিলো কি না ?
Amit Shah Tripura এই ধরণের কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা ANI এর ৫ই জানুয়ারির একটি ভিডিও পাই কিন্তু সেখানে অমিত শাহকে বলতে শোনা যাচ্ছে গত দুই বছরে ত্রিপুরাতে কমিউনিস্টরা জন সাধারণের উপর অত্যাচার করেছে, বাংলাদেশিদের অবৈধ প্রবেশের জন্য ত্রিপুরার দরজা খুলে দিয়েছিলো, এবং ত্রিপুরাকে ড্রাগের কেন্দ্র বানিয়ে দিয়েছিলো। কিন্তু বিজেপি সরকারের আসার পর এই সব বন্ধ হয়েছে এবং ত্রিপুরার যুব সমাজকে সঠিক রাস্তা দেখিয়েছে।
এরপর আমরা ইউটিউবে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর অমিত শাহের ত্রিপুরা সফরের ভিডিওটি পাই।
ভারতীয় জনতা পার্টির ইউটিউব চ্যানেলে ২২ মিনিট ১৫সেকেন্ডের এই ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বলেছিলেন তিনি কিছুক্ষন আগে উত্তর ত্রিপুরা থেকে ঘুরে আসলেন, সেখানে জনতার আওয়াজ শোনা যাচ্ছিলো, আর এখানে লোক বেশি কিন্তু শব্দ কম, এমন করে চলবে? এরপর তিনি জনতা উদ্দেশ্যে ভারত মায়ের জয়ের স্লোগন দেন এবং সেই সময় শ্রোতাদের আওয়াজ শোনা গিয়েছিলো।
ভাইরাল ভিডিওটির প্রথমে যে দৃশ্যটি দেখা যাচ্ছে তা আসল ভিডিওটির শেষের অংশ। ২২ মিনিটের এই ভিডিওতে ২১মিনিট ২০সেকেন্ডের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জনতাকে উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে ‘পদ্মের চিহ্নে ভোট দেবেন তো? বিজেপিকে ভোট দিয়ে মোদীজি, মানিক সাহার হাত মজবুত করবেন তো? এই প্রশ্নের উত্তরেও জনতারা জোরে উত্তর দিয়েছিলো।
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে ফেসবুকে অমিত শাহের ত্রিপুরা জনসভার ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে ছড়িয়েছে এবং ভিডিওটির কিছু দৃশ্য সম্পাদিত করে আগে পরে জোড়া হয়েছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে।
Result: Altered video
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।