শনিবার, নভেম্বর 2, 2024
শনিবার, নভেম্বর 2, 2024

HomeFact Checkসন্ন্যাসী অমোঘ লীলাকে ইস্কন থেকে বের করে দেওয়া হয়েছে? জানুন সত্যতা 

সন্ন্যাসী অমোঘ লীলাকে ইস্কন থেকে বের করে দেওয়া হয়েছে? জানুন সত্যতা 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Chayan Kundu

Claim

সর্ব সমক্ষে শ্রী পরমহংস রামকৃষদেব ও স্বামী বিবেকানন্দকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার পর ইস্কন থেকে বিতাড়িত হয়েছেন ব্রহ্মচারী অমোঘ লীলা দাস।   

অমোঘ লীলাকে ইস্কন image 1
Courtesy: Facebook/ vinewsbangla

Fact

সম্প্রতি শ্রী শ্রীল প্রভুপাদের ইস্কনের এক সন্ন্যাসীর ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়াতে। একটি সভায় নিজের ভক্তদের সামনে ইঞ্জিনিয়ার সন্ন্যাসী অমোঘ লীলা দাসকে রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের বেশ কিছু ব্যাখ্যার সমালোচনা করতে শোনা যাচ্ছে। অমোঘ লীলা দাস রামকৃষ্ণদেবের ‘যত মত তত পথ’ এর ব্যাখ্যায় বলেছেন “কেউ যদি অস্ট্রেলিয়ায় যেতে চান তাহলে তিনি যেকোনো পথ ধরে চললেই কি পৌঁছে যাবেন নিজের গন্তব্যে? স্বামীজী বলেছেন গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা অনেক শ্রেয়, কোন মনীষী তিনি যে গীতার সম্পর্কে এমন কথা বলেন?”

শুধু এই নয় তিনি স্বামী বিবেকানন্দের মাছ খাওয়া নিয়েও প্রশ্ন তুলে বলেছেন ওনার মধ্যে ঈশ্বরের বাস হলে তিনি কি করে মাছ খান? এরপর বঙ্গের তৃণমূল প্রবক্তা কুনাল ঘোষ সহ অনেকেই অমোঘ লীলার এহেন সমালোচনার চরম নিন্দা ও উপযুক্ত শাস্তির বিধান চেয়েছেন। 

অনুসন্ধানে আমরা জানতে পারি নিজের এই ধরণের “অভব্য” ব্যবহারের জন্য তিনি ১ মাস জন সমক্ষ থেকে দূরে থেকে গোবর্ধন পাহাড়ে একাকী প্রায়শ্চিত্ত করবেন এবং ওনার এই প্রায়শ্চিত্ত চলাকালিন ওনাকে একমাসের জন্য ইস্কন থেকেও নিষিদ্ধ করা হয়েছে, এমনটাই বলা হয়েছে ইস্কন কলকাতা বিজ্ঞপ্তিতে সাথে রয়েছে ইস্কন কলকাতা প্রধান রাধারমণ দাসের স্বাক্ষর। বিশ্ববরেণ্য বিবেকানন্দ ও ওনার গুরু রামকৃষ্ণদেবকে নিয়ে অমোঘ লীলার এমন মন্তব্যের জন্য রামকৃষ্ণ ভক্তদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে এবং একমাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে অমোঘ লীলাকে ইস্কন থেকে।

Result- Partly False 

Source
Iskcon Kolkata press release


কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Chayan Kundu

Most Popular