বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে বর্তমানে জেলে রয়েছেন এবং সেই আবহে ফেসবুকে একটি ছবি প্রকাশিত হয়েছে যেখানে এক উদ্বিগ্ন পিতার ছবি, যার অর্থ , যশ, খ্যাতি শিল্পকলার মাধ্যমে তিনি মুম্বাই সিনেমা জগতের বাদশা হয়ে উঠেছেন। কিন্তু সময়ের অভাবে নিজের সন্তান কি করছে তা খেয়াল করার সময় পাননি।


এখানে দেখা যেতে পারে ফেসবুকে এই পোস্টটি কতটা ছড়িয়েছে।

Fact-check / Verification
মুম্বাই থেকে NCB র হাতে ধরা পড়েছে অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। মুম্বাইয়ে একটি ক্রজে মাদক সমেত ধরা পড়ে আরিয়ান খান এবং জেলে ১৮ দিন থাকার পর আইনজীবী মুনমুন ধামিচা আরিয়ানের জামিনের প্রয়াস করলেও বোম্বে হাই কোর্ট তা নাকচ করে দেয়। এর কিছুদিন পর ২১শে অক্টোবর শাহরুখ মুম্বাইয়ের আর্থার জেলে যান বড়ো ছেলে আরিয়ান খানের সাথে দেখা করতে। সেই সময়ের ছবি আমরা পাই IndiaToday , News18 থেকে। এখানে বাদশা খানকে দেখা যাচ্ছে ধূসর রঙের টিশার্ট পড়া ও চোখে কালো চশমা, মুখে কালো মাস্ক। সোশ্যাল মিডিয়াতে ওনার যে ছবিটি ভাইরাল হয়েছে তার সাথে এর কোথাও কোনো মিল নেই।

ভাইরাল ছবিটি আসলে কবে কার জানার জন্য আমরা রিভার্স ইমেজ করি এবং FILMFARE এর লিংক পাই যেখান কিং খানের এই ছবিটি আমরা পাই।
শাহরুখ খানের পুরোনো ছবি আরিয়ান খানের গ্রেপ্তারের আবহে বিভ্রান্তিকর দাবি সময়ের ভাইরাল
২০১৭ সালে আলিয়া ভট্টের জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন শাহরুখ খান। কাঁচা-পাকা দাঁড়িতে গাড়িতে বসে থাকার সময় শাহরুখের ছবিটি তোলা হয়েছিল। সেই ছবি বর্তমানে ওনার বড়ো ছেলে আরিয়ানের গ্রেপ্তারির আবহে ভাইরাল হয়েছে।

Conclusion
বলিউডের কিং খানের জ্যেষ্ঠপুত্র আরিয়ান খানের মাদক কাণ্ডে জড়িত থাকা ও গ্রেপ্তারির আবহে ভাইরাল হয়েছে শাহরুখের উদ্বিগ্ন মুখের ছবি যা এখনকার বলে দাবি করা হয়েছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত যে এই ছবিটি ২০১৭ সালের। শাহরুখ খানের পুরোনো ছবি আরিয়ান খানের গ্রেপ্তারের আবহে বিভ্রান্তিকর দাবি সময়ের ভাইরাল
Result- Fake
Our sources
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।