Authors
Claim
ফেসবুকে ভাইরাল ভিডিওতে বলা হয়েছে বাংলাদেশ থেকে আসা মুমূর্ষু রোগীরা হাসপাতালে ঠাঁই পাচ্ছে না।
Fact
বাংলাদেশি বলে ভারতের হাসপাতালে কোনো জায়গা পায়নি রোগীরা এই দাবিতে যে ভিডিওটি ছড়িয়েছে তা আসলে একটি কৌতুক ভিডিও।
আসল ভিডিওটি পোস্ট করা হয়েছে ফেসবুকের একটি স্ক্রিপ্টেড ভিডিও পেজ Action Drama থেকে। এখানে অভিনয়ের মাধ্যমে দেখানো হয়েছে বিশ্বকাপে ভারতের অবিশ্বাস্য হারের পর যে ভাবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা উল্লাসে মেতে উঠেছিল, সেই অপমানের বদলা নিতে বাংলাদেশ থেকে আসা কিছু অসুস্থ মানুষদের কেমন দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। চিকিৎসা করাতে ভারতে এসেছে জেনেও কোনো হোটেল মালিক তাদের জায়গা দেয়নি, না হাসপাতালে ঠাঁই হয়েছে বাংলাদেশী রোগীদের।
Action Dramaর পেজে এই ভিডিওটি আপলোড করা হয়েছে কিছুদিন আগে এবং সেখানে অনেকেই এটিকে হাস্যরস রূপে কেউ আবার সত্যি মনে করে কমেন্ট করেছে। এই কমেন্ট বক্সেই আমরা দেখি Action Dramaর তরফ থেকে সম্পূর্ন ভিডিওটির লিংক দেওয়া হয়েছে এবং তাদের পেজকে ভালোবাসার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
এই পেজ ছাড়াও Comedy Processing Unit, ViralA2Z, থেকেও পোস্ট করে ভিডিওটির আসল লিংক শেয়ার করেছে।
Result: False
Sources
Facebook page video
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।