Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ঘরের মধ্যে বাঁশের তৈরি ছাদে লুকিয়ে থাকা বাংলাদেশি রোহিঙ্গাদের (Bangladeshi Rohingya) খুঁজে বের করছে অসম পুলিশ।

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৫ সালের ১৭ এপ্রিল, ইন্ডিয়া টুডে নর্থ-ইস্টের (IndiaToday NE) ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। ওই ভিডিয়ো প্রতিবেদন থেকে জানা যায় যে, সাইবার ক্রাইমের অপরাধে অভিযুক্ত ৫ জনকে, অসমের মরিগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ।
Hindustan Times-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে এক কোটি ২৭ লক্ষ টাকা জালিয়াতি করেছিল পাঁচ অভিযুক্ত। নিদিষ্ট তথ্যের ভিত্তিতে অসমের মরিগাঁও এলাকায় অভিযান চালিয়েছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেখান থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের নাম ছিল- মহেদুল আব্দুল রহমান, সাদিকুল ইসলাম, ইলিয়াস রফিকুল ইসলাম, আবু বাকর সিদ্দিকি রমজান আলি ও মহিমুদ্দিন আহমেদ আব্দুল মালিক।
কোনও সংবাদ প্রতিবেদনেই ধৃতদের বাংলাদেশি রোহিঙ্গাদের (Bangladeshi Rohingya) বলে উল্লেখ করা হয়নি।
এই বিষয়ে আরও জানার জন্য, Newschecker-এর তরফে মরিগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সমীরণ বৈশ্যের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি আমাদের স্পষ্ট ভাবে জানান যে, ধৃতরা কেউ বাংলাদেশি রোহিঙ্গা (Bangladeshi Rohingya) নয়।
অতএব, এখান থেকে স্পষ্ট যে অসম পুলিশের দ্বারা বাংলাদেশি রোহিঙ্গা (Bangladeshi Rohingya) গ্রেফতারের দাবিটি ভুয়ো।
Sources
Youtube video posted by IndiaToday NE, dated April 17, 2025
Report by Hindustan Times, dated April 17, 2025
Telephonic conversation with Samiran Baishya, Additional SP(Crime), Morigaon
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 14, 2025
Tanujit Das
November 7, 2025