Fact Check
Weekly wrap:সোশ্যাল মিডিয়াতে বঙ্গের রাজনীতি নিয়ে ভাইরাল দাবির সত্যতা জানুন
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে কিছু দাবি, যেখানে বলা হচ্ছে বিজেপি বঙ্গের ভোটে হেরে যাওয়ার পর বাংলাকে দুইভাগে ভাগ করতে চাইছে। জানুন এই দাবির আসল সত্যতা কি। এছাড়াও অরুণাচল ও Coca-Cola নিয়ে ভাইরাল হওয়া দাবির আসল তথ্য।

অরুণাচলপ্রদেশের নাম মুছে দেওয়া হলো কিমিন অঞ্চলে রাস্তা উদ্ঘাটনের অনুষ্ঠান থেকে?
উত্তরপূর্ব ভারতে সেনা ও প্রয়োজনীয় সাহায্য পাঠানোর উদ্দেশে ১২টি রাস্তা অসম, অরুণাচলপ্রদেশের মানুষদের জন্য খুলে দিয়েছে বিজেপি সরকার। এই রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানকে ঘিরে দাবি করা হয়েছে এই রাস্তা তৈরী হয়েছে অসমে এবং এই অনুষ্ঠানের দিন অরুণাচলপ্রদেশর নাম মুছে ফেলেছে BRO .প্রকৃত ঘটনা হলো অরুণাচলের নাম ঢেকে দেওয়া হয়েছিল ।

ইবোলা ভাইরাস যুক্ত Coca -Cola খাওয়াতে হলো অনেকের মৃত্যু?
WhatsApp দ্বারা একটি দাবি বর্তমানে ছড়িয়েছে যেখানে বলা হচ্ছে ইবোলা ভাইরাস যুক্ত Coca-Cola খাবার কারণে অনেকের মৃত্যু হয়েছে বেং এই বার্তাটি এসেছে হায়দ্রাবাদ পুলিশের কাছ থেকে ও NDTV তেও নাকি এই খবর দেখিয়েছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হায়দ্রাবাদ পুলিশের তরফ থেকে এই ধরণের কোনো বাড়াটা ছড়ায়নি না NDTV থেকে এই ধরণের কোনো খবর সম্প্রচারিত করা হয়েছে। আর এই দাবিটির সাথে যে ছবিগুলো শেয়ার হচ্ছে তও অপ্রাসঙ্গিক।

সত্যিই কি বিজেপি বাংলাকে দুভাগে ভাগ করতে চাইছে?
বিজেপি বাঙালি দুইভাগে ভাগ করতে চাইছে এই দাবি ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে। বলা হচ্ছে ব্রিটিশ সরকারের পর বিজেপি এখন আবার ভোটে হেরে বাংলাকে দুই ভাগে ভাগ করে জন্য পরিকল্পনা নিচ্ছে। কিবন্তু আমাদের অনুসন্ধানে প্রমাণিত বঙ্গের বিজেপির এই ধরণের কোনো পরিকল্পনা নেই। বাংলাকে ভাগ করার দাবিটি জন বার্লা ও সৌমিত্র খাঁয়ের একমাত্র।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।