শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact Checkনীতিশ কুমারের ১৭জন বিধায়ক লালু প্রসাদের দলে যোগ দিচ্ছেন না, সোশ্যাল...

নীতিশ কুমারের ১৭জন বিধায়ক লালু প্রসাদের দলে যোগ দিচ্ছেন না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই খবরকে নস্যাৎ করলেন বিহারের মুখ্যমন্ত্রী

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

বিহারের  শাসকদল JDU থেকে ১৭ জন বিধায়কের তেজস্বী যাদবের দলে যোগদান করার খবর সম্প্রতি সব জায়গায় ছড়িয়েছে। দাবি করা হয়েছে অরুণাচল প্রদেশে ৬জন বিধায়ক জনতা দল ইউনাইটেড থেকে ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। এবার পালা বিহারের। নীতিশ কুমারের দল থেকেও কিছু বিধায়ক বিপক্ষ রাষ্ট্রীয় জনতা দলে যোগদান করতে চলেছেন। দৈনিক সমাচারের ফেসবুক পেজ থেকে এই খবরটি আমরা পাই। 

Fact check / Verification 

নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন JDU থেকে ১৭জন বিধায়ক RJDতে যোগদানের এই খবরটি সম্পূর্ণ অবাস্তব।  দলের বিধায়কদের মধ্যে একতা রয়েছে এবং তারা দল ছেড়ে অন্য দলে যোগদানের কথা ভাবছেন না। কীওয়ার্ড দিয়ে খোঁজার পর ABP Live একটি রিপোর্টে RJD র শ্যাম রজক জানান যে নীতিশ কুমারের ১৭জন বিধায়ক লালু প্রসাদের পার্টিতে যোগদানের জন্য রাজি আছেন, কিছু সংখ্যক RJD তে যোগ দিলেও RJD দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। কিন্তু এই দাবিকে পুরোপুরি ভুল এবং অবাস্তব বলে জানিয়েছেন দলের প্রধান ও বিহারের নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। NDTV, Livemint, Hindustantimes, IndiaToday এর প্রকাশিত খবরে  নীতিশ কুমারের বয়ান অনুসারে জনতা দলের পার্টি ও বিধায়কদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। চারিদিকে ছড়িয়ে পড়া এই খবরটি সম্পূর্ণ ভুল। 

 JDU র টুইটার হ্যান্ডেল থেকেও এই দাবিকে নিয়ে করা একটি পোস্ট আমরা পাই যেখানে কিছু সংবাদপত্রের এই খবরের উপর প্রকাশিত খবরকে নিয়ে পোস্ট করে বলা হয়েছে রাষ্ট্রীয় জনতা দলের এই দাবি অবাস্তব ও অসত্য।

Conclusion 

অরুণাচলে JDU দলের বিধায়ক বিজেপিতে যোগদানের পর থেকে একটি খবর শোনা যাচ্ছিলো যে বিহারের ১৭জন JDU নেতা তেজস্বী যাদবের দলে খুব শীঘ্রই যোগদান করবে, কিন্তু এই খবরটি সত্যি নয়। বিহারের নব-নর্বাচিত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই দাবিকে নস্যাৎ করেছেন। 

Result – False

Our sources

JDU official twitter page – https://twitter.com/Jduonline/status/1344563434873098241

NDTV- https://www.ndtv.com/india-news/baseless-lacks-any-substance-nitish-kumar-on-rumours-of-split-in-jdu-2345787

India Today- https://www.indiatoday.in/india/story/bihar-cm-nitish-kumar-rejects-claim-jdu-leaders-joining-rjd-says-everything-baseless-1754609-2020-12-30

Hindustantimes- https://www.hindustantimes.com/india-news/nitish-kumar-trashes-rjd-s-claims-of-defections-from-jd-u-says-party-is-united/story-0uWztgDx0E5wZgQna8JMkM.html

ABP Live – https://www.youtube.com/watch?v=ojmwnozmp9I

Livemint – https://www.livemint.com/politics/news/baseless-and-without-any-substance-nitish-on-rjd-s-claim-of-jd-u-split-11609351204607.html

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular